ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১

কলকাতার সিনেমায় দুই তারকা

আনন্দকণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১৯:২০, ১৮ ডিসেম্বর ২০২৪

কলকাতার সিনেমায় দুই তারকা

জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। দেড় যুগ ধরে পেশাদার অভিনয়ে যুক্ত আছেন তিনি। এই দীর্ঘ সময়ে অসংখ্য নাটকে অভিনয় করেছেন অভিনেতা। পেয়েছেন চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাবও। এরমধ্যে পরিচালক আশিকুর রহমানকে শুধু ‘হ্যাঁ’ বলেছিলেন তিনি। ২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে নাম লেখেন তিনি। তবে এরপর আবারও কেটে গেছে লম্বা সময়। অবশেষে গত বছর কলকাতার একটি সিনেমায় যুক্ত হন তিনি। এখন মুক্তির অপেক্ষায় সেই সিনেমা।
প্রতিম ডি গুপ্তর ‘চালচিত্র’ সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হচ্ছে অপূর্বর। সিনেমার গল্প কলকাতা শহরকে কেন্দ্র করে। পূজার আগে শহরে একের পর এক মেয়ে খুন হচ্ছে। কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার একদল অফিসার এ সিরিয়াল কিলিংয়ের তদন্তে নামে। রহস্য উদ্ঘাটনে সাহায্যের হাত বাড়িয়ে দেয় রহস্যময় এক পুরুষ। এ চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব।
চালচিত্র সিনেমায় আরও আছেন টোটা রায় চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী, ইন্দ্রজিৎ বসু, রাইমা সেন, স্বস্তিকা দত্ত প্রমুখ। ২০ ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
অপূর্ব বলেন, ‘চালচিত্র’ করতে রাজি হয়েছি গল্পে মুগ্ধ হয়ে। ভিন্ন ধাঁচের এই গল্পটা এত চমৎকার যে, লোভ সামলাতে পারিনি। শুধু গল্পই না, চরিত্রটাও বেশ ইন্টারেস্টিং যেটা আরও বেশি টেনেছে আমাকে। দারুণ টিমের সঙ্গে কাজ হয়েছে। এ ধরনের একটি বড় কাজে যুক্ত হতে পেরে খুবই খুশি। যেন দর্শকের মন জয় করতে পারি সর্বোচ্চভাবে সেই চেষ্টা করেছি।’
বছর শেষ কলকাতার সিনেমায় অপূর্বর অভিষেক এ বাংলার দর্শকের জন্য দারুণ সুখবর। একই রকম নতুন বছরের শুরুতেও কলকাতার সিনেমায় দেখা যাবে দেশীয় জনপ্রিয় আরও এক তারকাকে। নতুন বছরের ১৭ জানুয়ারিতে মুক্তি পাবে পরীমণি অভিনীত ‘ফেলুবক্সী’ সিনেমাটি। থ্রিলার ঘরানার গোয়েন্দা গল্পে ফেলুবক্সী বানিয়েছেন দেবরাজ সিনহা। এ সিনেমায় পরীমণি অভিনীত চরিত্রের নাম লাবণ্য। চরিত্রটি নিয়ে পরীমণি বলেন, ‘মুক্তির আগে সিনেমা বা আমার চরিত্র নিয়ে বেশি বলতে চাই না। তবে চিত্রনাট্য পড়ার পর মনে হয়েছে, লাবণ্য চরিত্রটি আমি ফুটিয়ে তুলতে পারব। এ কারণেই এই সিনেমার সঙ্গে জড়িত হওয়া।’
সোহম-পরীমণি ছাড়া এ সিনেমায় আরও আছেন মধুমিতা সরকার। গত মার্চ-এপ্রিলে শূটিং হয়েছে পশ্চিমবঙ্গে। সম্প্রতি সিনেমার ফার্স্ট লুক পোস্টার শেয়ার করে ঘোষণা করা হয় মুক্তির তারিখ। তবে সিনেমার প্রচার শুরু হয়েছে আরও আগে থেকে।
টালিউডে দীর্ঘ সময় ধরে রাজত্ব করছেন বাংলাদেশের জয়া আহসান। সেখানের শীর্ষ নায়িকাদের একজন তিনিও। একইসঙ্গে নুসরাত ফারিয়াও কলকাতায় বেশ জনপ্রিয়। ওপার বাংলার সিনেপ্রেমীদের কাছে বেশ পরিচিতি পেয়েছেন বিদ্যাসিনহা মিম, অপু বিশ^াস এবং তাসনিয়া ফারিণসহ অনেকে। এবার সেই ধারাবাহিকতায় যোগ হচ্ছে ঢাকার জনপ্রিয় দুই তারকা অপূর্ব ও পরীর নাম। চলতি সময়ে ঢাকার তারকারা যেমন ওপার বাংলাতে কাজ করছেন, তেমনি সেখানের নায়িকারাও এখানে বেশ ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে ঢালিউডের কিং খানের সিনেমা মানেই এখন ভারতের নায়িকাদের ঝলমলে উপস্থিতি। শাকিবের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘দরদ’ সিনেমায়ও সেটি ছিল। যেখানে শাকিবের নায়িকা হিসেবে আছেন বলিউডের সোনাল চৌহান। এর আগে ‘তুফান’ সিনেমায় মিমি চক্রবর্তীর সঙ্গে দারুণ সাড়া ফেলেন এই অভিনেতা। তারই ধারাবাহিকতায় ‘বরবাদ’ সিনেমায়ও থাকছে ভারতীয় নায়িকার রসায়ন। টালিউডের নায়িকা নুসরাতকে দেখা যাবে তার সিনেমায়। ‘বরবাদ’ সিনেমার আইটেম গানে পারফম করেছেন অভিনেত্রী। দুই বাংলার তারকাদের এভাবে দুই দেশে কাজ করাকে অনেকেই ইতিবাচকভাবে দেখছেন।

মোহাম্মদ আলী

×