ছবি: সংগৃহীত
মুক্তি পাচ্ছে দেবের নতুন ছবি খাদান। আগামী ২০শে ডিসেম্বর মুক্তি পাবে দেব অভিনীত ছবিটি। সেই ছবি মুক্তির আগে টলিপাড়ায় গুঞ্জন চলছে দেব-রুক্মিণীর মধ্যে বিরোধ নিয়ে। ইনস্টাগ্রামে দেবকে আনফলো করেছেন রুক্মিণী তা নিয়ে নেটিজেনরাও সরব। যদিও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে দুজনকে একসাথে দেখা গেছে।
এমন কথাও ছড়িয়ে পড়েছে, খাদানের প্রচারের জন্যই নাকি রুক্মিণীর সঙ্গে ব্রেকআপের ‘নাটক’ করছেন দেব। এইসব বিতর্কের কড়া জবাব দিলেন অভিনেতা।
ট্রাইব টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেব বলেন, ‘রুক্মিণী আমাকে ইনস্টাগ্রামে ফলো করছে কি ফলো করছে না তাতে আমার কিছু যায় আসে না। আমার সঙ্গে রুক্মিণীর সম্পর্কটা কী সেটা তো আমি কাউকে বলে বোঝাতে পারব না। রুক্মিণীর সঙ্গে আমার সম্পর্কটা সময়ের সঙ্গে সঙ্গে আরও সমৃদ্ধ হয়েছে, আরও মজবুত হয়েছে’।
শিহাব