ছবি সংগৃহীত
বলিউড বনাম দক্ষিণী সিনেমার লড়াই নতুন নয়। তবে বাস্তব জীবনেও দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের জামিন প্রাপ্তির ঘটনায় শাহরুখ খানের উদাহরণ এক নতুন মাত্রা নিয়ে হাজির হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) আদালতে দক্ষিণী তারকা আল্লু অর্জুনের জামিন নিয়ে আলোচনা তুঙ্গে পৌঁছায়। যেখানে কিং খান শাহরুখের নাম উঠে আসে এক অদ্ভুতভাবে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে অনুযায়ী, শুক্রবারই আল্লু অর্জুন অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পান। এই জামিনের সঙ্গে জুড়ে আসে ২০১৭ সালের শাহরুখ খানকে ঘিরে একটি পুরনো মামলা। তবে কীভাবে আল্লু অর্জুনের জামিনে শাহরুখ খানের নাম উঠে এলো, চলুন জানানো যাক।
২০১৭ সালে শাহরুখ খান ‘রইস’ সিনেমার প্রচারণার সময় গুজরাটের ভদোদরায় ট্রেনে চড়ে গিয়েছিলেন। সেখানে অসাধারণ ভিড় তৈরি হলে কিং খান কিছু টি শার্ট ছুড়ে দিয়েছিলেন। যা লুফে নিতে গিয়ে পদপিষ্ট হয়ে এক ভক্তের মৃত্যু হয়। এর ফলস্বরূপ শাহরুখের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। পরে গুজরাট হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট শাহরুখ খানকে মুক্তি দিয়ে জানায় যে সেলিব্রেটি হওয়ার কারণে সব ঘটনার জন্য তাকে দায়ী করা যায় না।
আল্লু অর্জুনের জামিনের মামলায়ও আইনজীবী এই ঘটনার পুনরাবৃত্তি ঘটান। তার আইনজীবী কোর্টে শাহরুখ খানের বেকসুর খালাসের রায়টি উপস্থাপন করেন। যেখানে বলা হয়েছিল, "শাহরুখ খানের মতো আল্লু অর্জুনেরও কোনও দায় ছিল না। অভিনেতা দোতলায় ছিলেন এবং ভক্ত নীচতলায় ছিল।"
এছাড়া আইনজীবী বলেন, "পুলিশ এবং থিয়েটারের পক্ষ থেকে আগেই পরিস্থিতি জানার পরও কেন আল্লু অর্জুনকে সতর্ক করা হয়নি। সে বিষয়েও প্রশ্ন তোলা হয়েছে।"
এই যুক্তি শুনে আদালত বলেন, "আমরা শাহরুখ খানের উদাহরণ নিয়ে আল্লু অর্জুনের জামিন মঞ্জুর করব।" এরপর ৫০ হাজার টাকার বন্ডে আল্লু অর্জুনকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়।
আশিকুর রহমান