ছবি সংগৃহীত
‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার সাফল্যে ভাসছেন অভিনেত্রী রাশমিকা মন্দানা। এরই মধ্যে তিনি সালমান খানের সঙ্গে নতুন সিনেমা ‘সিকান্দার’ এর শুটিং নিয়ে ব্যস্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশমিকা জানান, শুটিং সেটে অসুস্থ হয়ে পড়ার সময় সালমান খান কীভাবে তাঁর যত্ন নিয়েছিলেন।
রাশমিকা বলেন, “সালমান স্যার এমন একজন মানুষ, যিনি অনেক বড় মাপের তারকা হলেও অত্যন্ত বিনয়ী এবং মাটির কাছাকাছি। শুটিংয়ের সময় আমি একবার অসুস্থ হয়ে পড়েছিলাম। বিষয়টি জানার পরপরই তিনি আমার খোঁজ নেন এবং আমাকে স্বাস্থ্যকর খাবার, গরম পানি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ করার নির্দেশ দেন।”
তিনি আরও বলেন, “তিনি সত্যিই সবাইকে বিশেষ অনুভব করান। এত বড় তারকা হয়েও তিনি এত নম্র ও যত্নশীল। তাঁর সঙ্গে কাজ করাটা আমার কাছে স্বপ্নপূরণের মতো।”
সালমান খানের মতো একজন বিশাল তারকার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে রাশমিকা বলেন, “এটি শুধু একটি কাজ নয়, বরং জীবনের বিশেষ একটি অধ্যায়।”
‘সিকান্দার’ সিনেমাটি প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। সালমান খান এবং রাশমিকা মন্দানার এই সিনেমা মুক্তি পাবে ২০২৫ সালের ঈদে। শুটিং চলাকালে তাঁরা একটি উৎসবের গানের দৃশ্য ধারণ করেছেন। জানা গেছে, বছরের শেষ নাগাদ ইউরোপে আরও দুটি গানের শুটিং হবে।
এছাড়া, সালমান খানের জন্মদিনে (২৭ ডিসেম্বর) সিনেমার প্রথম পোস্টার প্রকাশের সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। এদিকে রাশমিকা বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার সঙ্গে তাঁর পরবর্তী সিনেমা ‘থামা’র কাজ শুরু করেছেন। পাশাপাশি, তিনি ভিকি কৌশলের সঙ্গে ‘ছাভা’ সিনেমায়ও অভিনয় করবেন।
আশিকুর রহমান