ছবি সংগৃহীত
জীবনে অনেক চড়াই-উতরাই এসেছে অভিনেতা টোটা রায় চৌধুরী জীবনে। তবে একটা মানুষ সবসময় পাশে থেকেছেন তার সহধর্মিনী শর্মিলি। ভালো-মন্দ সব মুহূর্তেরই সাক্ষী তার স্ত্রী।
কখনও তিনি ফেলুদা, কখনও আবার আইপিএস অফিসার হয়ে দর্শকদের ধামাকা দিয়েছেন একের পর এক। এভাবে ইন্ডাস্ট্রিতে দীর্ঘ বছর কাটিয়েছেন তিনি। ঠিক সেভাবেই বৈবাহিক জীবনেও ২৫ বছর পার করলেন। তাই বিশেষ দিনে তিনি স্ত্রীকে সহযোদ্ধা, সহযাত্রী, সহধর্মিনী বলেই উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়েছেন।
যেখানে পঁচিশ বছরের সুখী দাম্পত্যের সিক্রেট তুলে ধরেছেন। স্ত্রীর সঙ্গে একটি ছবি শেয়ার করে অভিনেতা পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘তুমি ছিলে তাই পঁচিশ বছর ধরে নানা ঘাত-প্রতিঘাত, ঝড়-ঝাপ্টা ও বিপদসংকুল পথ অনায়াসে অতিক্রম করতে পেরেছি।’
‘তুমি ছিলে তাই প্রকৃত বন্ধুত্ব ও প্রেম অনুভব করতে পেরেছি। তুমি ছিলে তাই বাড়িটা ‘ঘর’ হয়ে উঠেছে ভালো ‘বাসা’। ২৫তম বিবাহ বার্ষিকীর প্রাণখোলা শুভেচ্ছা ও হৃদয়ছোঁয়া ভালোবাসা নিও।’
এক সাক্ষাৎকারে স্ত্রীর রান্না প্রসঙ্গে টোটা বলেন, ‘আমার স্ত্রীর কয়েকটা সিগনেচার ডিশ আছে। চিকেনের কিছু পদ খুবই ভালো বানায়। দারুণ একটা চিকেন রাইসও বানায়।’
প্রসঙ্গত, বলিউড-টলিউড মিলিয়ে শেষ দু’বছরে অনেক কাজ করেছেন টোটা। অভিনেতার পারিবারিক মুহূর্ত খুব একটা দেখতে পায় না ভক্তরা। তাই বিয়ের রজত জয়ন্তীতে এমন সুন্দর মুহূর্ত মন ছুঁয়ে গেছে সকলের।
আশিকুর রহমান