ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রাহায়ণ ১৪৩১

নির্মাতা ফারুকীর ‘ছবিয়াল’-র অফিশিয়াল পেজ হ্যাক হয়েছে!

প্রকাশিত: ১৬:২২, ১৩ ডিসেম্বর ২০২৪

নির্মাতা ফারুকীর  ‘ছবিয়াল’-র অফিশিয়াল পেজ হ্যাক হয়েছে!

মোস্তফা সরয়ার ফারুকী।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুঃসংবাদ দিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। জানিয়েছেন, হঠাৎই তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘ছবিয়াল’-র অফিশিয়াল পেজ হ্যাক হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) আনুমানিক বেলা ২টায় এমন দুঃসংবাদ দেন নির্মাতা ফারুকী। ফেসবুকে তিনি জানান, বর্তমানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে দায়িত্ব পালন করায় নিজের হ্যাক হওয়া অফিশিয়াল পেজ নিয়ে কোনো পদক্ষেপ নিতে পারছেন না তিনি।ফারুকী আরও জানান, তবে হ্যাক হওয়া পেজটি ফিরে পেতে তিশা ও তার টিম কাজ করছে। হঠাৎ এমন অঘটন হওয়ার পেছনে একটি চক্রকেও দায়ী করেছেন তিনি।

আর কে

×