ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

চিরকালের জন্য কী শুরু করতে যাচ্ছে সেলেনা গোমেজ?

প্রকাশিত: ১৫:৩০, ১২ ডিসেম্বর ২০২৪

চিরকালের জন্য কী শুরু করতে যাচ্ছে সেলেনা গোমেজ?

অভিনেত্রী সেলেনা গোমেজ

হলিউডের অন্যতম জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ সম্প্রতি এক সুখবর দিয়েছেন। দীর্ঘদিনের সম্পর্কের পর তিনি মিউজিশিয়ান বেনি ব্লাঙ্কোর সঙ্গে বাগদান করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাগদানের আংটির ছবি শেয়ার করে সেলেনা আনন্দদায়ক খবরটি নিজেই ঘোষণা দিয়েছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, "চিরকালের জন্য শুরু..."

সেলেনার শেয়ার করা ছবিগুলোর মধ্যে ছিল তার এবং বেনির একান্ত মুহূর্তের কিছু ছবি। যেখানে তারা একে অপরের সাথে অন্তরঙ্গভাবে দেখা গেছে । সেখানে আংটি পরার ছবিও ছিল। 

২০২৩ সালে সেলেনা ও বেনির প্রেমের শুরু। সেই সময় থেকে তারা নিজেদের সম্পর্ক নিয়ে খোলামেলা ছিলেন। ২০২৪ সালের মে মাসে বেনি ব্লাঙ্কো ‘দ্য হাওয়ার্ড স্টার্ন শো’-তে এসে সেলেনাকে নিজের আত্মবিশ্বাসের উৎস হিসেবে তুলে ধরেন এবং বলেন, "সে আমার চারপাশে থাকলেই সবকিছু সুন্দর হয়ে ওঠে। আমরা একসাথে হাসি, এবং সে আমাকে অনুপ্রাণিত করে। আমি কাজ থেকে বাড়ি ফিরে ভাবি, আমার দিন তার সাথে কাটিয়ে আরও ভালো হয়েছে।"

এদিকে সেলেনা গত মাসে এক সাক্ষাৎকারে বলেন, "আমি মনে করি, এটা আমার জীবনের সবচেয়ে নিরাপদ সম্পর্ক। আমি এই মানুষটির সাথে আমার ভবিষ্যত দেখতে পাচ্ছি। আমাদের মধ্যে কোনো লুকোচুরি নেই। যখন আপনি প্রকাশ্যে থাকবেন, তখন লোকজন আপনাকে নিয়ে আর সন্দেহ করবে না, এবং অতিরিক্ত কৌতূহলীও হবে না।"

এই সুখী সম্পর্ক এখন বিয়েতে পরিণত হতে যাচ্ছে। যদিও বিয়ের তারিখ বা আনুষ্ঠানিকতা সম্পর্কে এখনও কোনো ঘোষণা পাওয়া যায়নি। 

 

আশিকুর রহমান

×