ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

মেজাজ খারাপ হলে কি করে পরীমনি?

প্রকাশিত: ২১:৩২, ৬ ডিসেম্বর ২০২৪

মেজাজ খারাপ হলে কি করে পরীমনি?

চিত্রনায়িকা পরীমনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশের বিখ্যাত চিত্রনায়িকা পরীমনি কথা বলেছেন তার ব্যক্তিগত জীবন ও সমসাময়িক বিষয় নিয়ে। 

সাক্ষাৎকারে রেগে গেলে পরী সাধারণত কি করেন এমন প্রশ্নের জবাবে পরী বলেন, রেগে গেলে আমি মনস্টার হয়ে যাই। আর তখন কেউ আমাকে শান্ত করতে আসলে আমি আরও রেগে যাই। চিল্লাপাল্লা করতে থাকি কিন্তু কিছুসময় পর আবার নিজেই মনে মনে ভাবি আমি কেন এমন করছি!

রাগ হওয়ার পেছনে কারন কি থাকে? এমন প্রশ্নের উত্তরে পরী বলেন, ভুলভাল কাজ আমার ভালো লাগে না। আমি দেখছি লাল আপনি যদি বলেন নীল তাহলে আমার রাগ হয়। মিথ্যা কথা আমার পছন্দ না। 

এছাড়া, পরীর জীবনের প্রথম ভুল কি এই প্রশ্নের জবাবে পরীমনি বলেন, ভুল তো অনেক করি। সেভাবে তো বলতে পারবো না। 

উল্লেখ্য, ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। তিনি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের অন্যতম জনপ্রিয় এবং সফল অভিনেত্রী হিসেবে বিবেচিত হন।তবে রানা প্লাজা (২০১৫) ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন।

এরপর তিনি রক্ত (২০১৬), স্বপ্নজাল (২০১৮), আমার প্রেম আমার প্রিয়া (২০১৯), বিশ্বসুন্দরী (২০২০), স্ফুলিঙ্গ (২০২১), গুণিন (২০২২), অ্যাডভেঞ্চার অব সুন্দরবন (২০২৩), মা (২০২৩) সহ বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন।

রিয়াদ

×