ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

‘আজ কি রাত’ গান নিয়ে অস্বস্তিতে তামান্না!

প্রকাশিত: ১৯:৩৭, ১ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১৯:৩৮, ১ ডিসেম্বর ২০২৪

‘আজ কি রাত’ গান নিয়ে অস্বস্তিতে তামান্না!

ছবি: সংগৃহীত

চলতি বছরের অন্যতম ব্লকবাস্টার সিনেমা ‘স্ত্রী ২’ মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সিনেমার গান ‘আজ কি রাতের’ হুকস্টেপ ভাইরাল হওয়ার পাশাপাশি এটি সিনেমার সাফল্যে বড় ভূমিকা রেখেছে বলে অনেকেই মনে করেন। তবে তামান্না নিজেই বিষয়টি নিয়ে কিছুটা অস্বস্তি প্রকাশ করেছেন।

একটি সাক্ষাৎকারে বাহুবলীর এ অভিনেত্রী বলেন, ‘আমি মনে করি গানটি সিনেমার সাফল্যে ভূমিকা রেখেছে। তবে এটি স্বীকার করতে আমার একটু অস্বস্তি হয়।’তবে ‘আজ কি রাত’ গানটির এমন সাড়া ফেললেও তিনি আলাদা কৃতিত্ব দাবি করছেন না। মজার ছলে তামান্না বলেন, ‘প্রযোজক দীনেশ ভিজানকে হয়তো সিনেমার আয়ের একটি চেক আমাকে পাঠাতে হবে।’

‘আজ কি রাত’ গানটি গেয়েছেন মধুবন্তি বাগচি ও দিব্যা কুমার। ‘স্ত্রী ২’-ই প্রথম নয়, সম্প্রতি মধুবন্তির গাওয়া আরও একটি গান সাড়া ফেলেছে। সেটি ‘হীরামন্ডি’ সিরিজ়ের ‘নজরিয়া কি মারি’। কিন্তু ‘আজ কি রাত’ই মধুবন্তীর এত বছরের সংগীতজীবনে সবচেয়ে বড় ‘হিট’, সেটা মানছেন গায়িকা নিজেও।

গানে তামান্না ছাড়াও দেখা গেছে রাজকুমার রাও, অপরশক্তি খুরানা, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পঙ্কজ ত্রিপাঠিকে। তামান্না সিনেমায় পঙ্কজ ত্রিপাঠির প্রেমিকার চরিত্রে বিশেষ উপস্থিতি দেন। তামান্না জানান, গানটির সময় তিনি তার চরিত্রের ভাবনা মাথায় রেখে কাজ করেছেন।

গত ১৫ আগস্ট মুক্তি পাওয়া সিনেমাটি জন আব্রাহামের ‘ভেদা’ ও অক্ষয় কুমারের ‘খেল খেল মে’র সঙ্গে বক্স অফিসে প্রতিদ্বন্দ্বিতা করে। সিনেমাটি পরিচালনা করেছেন অমর কৌশিক। যদিও ‘স্ত্রী ৩’ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

 

শিহাব

×