শবনম বুবলী
শবনম বুবলী, বাংলাদেশের এই প্রজন্মের অন্যতম শীর্ষ নায়িকা। এরইমধ্যে প্রায় শেষ হয়ে যাওয়া সাতটি সিনেমাতেও দর্শক নতুন বুবলীকে পাবেন, এমনটাই প্রত্যাশা প্রত্যেক পরিচালকের। আগামী ২০২৫ সালে যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে সাতটি সিনেমা মুক্তি পাবে নিশ্চিত। কারণ এরইমধ্যে সবগুলো সিনেমারই কাজ শেষ করেছেন তিনি। সিনেমাগুলো হচ্ছে জাকির হোসেন রাজুর ‘চাদর’, এম রাহিমের ‘জংলি’, রাখাল সবুজের ‘ফুলসিরাত’, মাসুদ মহিউদ্দিন ও হাসান শিকদারের ‘প্রেম পুরাণ’, ‘সাইফ চন্দনের ‘কয়লা’, দেবাশীষ বিশ্বাসের ‘তুমি যেখানে আমি সেখানে’, ওয়াজেদ আলী সুমনের ‘ছায়া’। সাতটি সিনেমাতে তার বিপরীতে আছেন সিয়াম, রোশান, নীরব ও আসিফ নূর।
ভীষণ প্রত্যাশা বুবলীর এই সিনেমাগুলো নিয়ে। এদিকে আজ বুধবার বুবলীর জন্মদিন। বরাবরের মতোই জন্মদিন নিয়ে বিশেষ কোনো আয়োজন নেই তার। সাতটি সিনেমা ও জন্মদিন প্রসঙ্গে বুবলী বলেন, প্রত্যেকটি সিনেমারই গল্প এক কথায় অনবদ্য। প্রত্যেকটিতে আমার চরিত্রে আমি এত ভেরিয়েশন পেয়েছি যে নিজেকে যথাযথভাবে উপস্থাপনের জন্য অনেক শ্রম দিয়েছি, কষ্ট করেছি। যেমন দেবাশীষ দার সিনেমাটি কমেডি ঘরানার। মানুষ হাসানো অনেক কঠিন। এই সিনেমায় কাজ করা অনেক চ্যালেঞ্জিং ছিল। অনুরূপভাবে অন্য সিনেমাগুলোর ক্ষেত্রেও তাই। রাজু স্যারের কথা বিশেষভাবে বলতেই হয়, তিনি ভীষণ গুণী এবং জ্ঞানী একজন পরিচালক। স্যারের কাছ থেকে অনেক কিছু শেখা যায়। স্যার স্নেহ করে আমাকে পুতুল বলে ডাকেন। আর সবসময়ই আমি কৃতজ্ঞ আমাদের সবার প্রিয় সুপারস্টার শাকিব খানের কাছে।
কারণ তার হাত ধরেই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে আসা। তার সঙ্গে ১২টি সিনেমাতে আমি অভিনয় করেছি। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি, জেনেছি। নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করেছি। সত্যি বলতে কী দর্শক যেন সিনেমাতে নায়িকা বুবলীর মাঝে একজন জাত অভিনেত্রীকে খুঁজে পায় সেই চেষ্টাটাই থাকে আমার। আমি কৃতজ্ঞ আমার সকল ভক্ত দর্শকের কাছে, কারণ তারা সবসময়ই ভালোবেসে আমার পাশে থেকেছেন। ধন্যবাদ সংবাদ মাধ্যমের প্রতি, ধন্যবাদ আমার সকল সিনেমার প্রযোজক, পরিচালক, হিরোসহ অন্যান্য শিল্পী ও কলাকুশলীদেরকেও।
আর জন্মদিন যথারীতি পরিবারের সঙ্গে উদযাপন করব। বিশেষত আমার জীবনের এই মুহূর্তের শ্রেষ্ঠ বন্ধু আমার সন্তান শেহজাদ খান বীরের সঙ্গে উদযাপন করব। সঙ্গে থাকবেন আমার আরেক বন্ধু আমার মা। সবার দোয়া ও ভালোবাসা চাই। বুবলী জানান, সাধারণত শূটিং-এ থাকলে শূটিং স্পটেও তার জন্মদিনকে ঘিরে ছোট্ট একটা আয়োজন থাকে। ২০১৪ সালে বাংলাভিশনে সংবাদ পাঠক হিসেবে বুবলীর মিডিয়াতে কাজ শুরু। এরপর ২০১৬ সালে সিনেমার দুনিয়ায় তার যাত্রা শুরু।