ছবি: সংগৃহীত
দক্ষিণ ভারতীয় সুপারস্টার সুরিয়া এবং বলিউডের জনপ্রিয় অভিনেতা ববি দেওল অভিনীত প্যান ইন্ডিয়ান সিনেমা- কাঙ্গুভা অবশেষে মুক্তি পেয়েছে। সিনেমাটি বিশ্বজুড়ে দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে এবং মুক্তির সঙ্গে সঙ্গেই শোরগোল সৃষ্টি করেছে। কাঙ্গুভা ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত সবচেয়ে বেশি বাজেটের সিনেমাগুলোর মধ্যে একটি এবং এটি পরিচালনা করেছেন শিভা।
এই সিনেমাটি প্রযোজনা করেছে স্টুডিও গ্রিন এবং ইউভি ক্রিয়েশনস, এবং এর আনুমানিক বাজেট ৩৫০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, সিনেমার প্রধান তারকারা সুরিয়া, ববি দেওল এবং দিশা পাটানি তাঁদের পারিশ্রমিক হিসেবে সিনেমার মোট বাজেটের প্রায় ১৫.৬৬% অংশ গ্রহণ করেছেন।
ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, সুরিয়া তাঁর পূর্ববর্তী সিনেমা 'ইথারকুম থুনিন্ধবন' এর জন্য ৫০ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছিলেন, তবে 'কাঙ্গুভা*’র' জন্য তাঁকে দেওয়া হয়েছে ৩৯ কোটি রুপি, অর্থাৎ প্রায় ২২% কম পারিশ্রমিক।
অন্যদিকে, ববি দেওল তাঁর খলনায়কের চরিত্রের জন্য সিনেমাটিতে পেয়েছেন ৫ কোটি রুপি, যা তাঁর আগের সিনেমা 'অ্যানিমেল' থেকে কিছুটা বেশি। আর বলিউড অভিনেত্রী দিশা পাটানি পারিশ্রমিক হিসেবে পাচ্ছেন ৩ কোটি রুপি।
'কাঙ্গুভা' সিনেমার দৃশ্যধারণ হয়েছে বিশ্বের সাতটি দেশের বিভিন্ন লোকেশনে, এবং এটি একটি প্রাগৈতিহাসিক যুগের গল্প। সিনেমার বিশেষ আকর্ষণ হল এর বিশাল অ্যাকশন দৃশ্য এবং হলিউডের প্রযুক্তিগত বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত সিনেমাটোগ্রাফি। জানা গেছে, সিনেমায় এক হাজারেরও বেশি লোকের অংশগ্রহণে যুদ্ধের দৃশ্য শুট করা হয়েছে।
এছাড়া, সিনেমাটিতে সুরিয়াকে দুইটি আলাদা চরিত্রে দেখা যাবে বলে গুঞ্জন রয়েছে। সিনেমায় আরও অভিনয় করেছেন নটরাজন সুব্রামানিয়ান, কিচ্ছা সুদীপ, জগপতি বাবু, যোগী বাবু, সুরেশ চন্দ্র মেনন, প্রেম কুমার ও দীপা ভেঙ্কট প্রমুখ।
নুসরাত