ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

রাজশাহীতে ঋত্বিক কুমার ঘটকের দেয়ালচিত্র মুছে ফেলার হুমকি!

মামুন-অর-রশিদ

প্রকাশিত: ২১:৪৮, ৭ নভেম্বর ২০২৪; আপডেট: ২২:২১, ৭ নভেম্বর ২০২৪

রাজশাহীতে ঋত্বিক কুমার ঘটকের দেয়ালচিত্র মুছে ফেলার হুমকি!

রাজশাহীতে ঋত্বিক ঘটকের দেয়ালচিত্র

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের জন্মবার্ষিকী উপলক্ষে আঁকা দেয়ালচিত্র মুছে ফেলার হুমকি দিয়েছেন রাজশাহী হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষ ড. আনিসুর রহমান। ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মাসুদকে মোবাইলে কল দিয়ে দ্রুত দেয়ালে আঁকা ঋত্বিকের চিত্র মুছে ফেলার হুমকি দিয়েছেন।
এ ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির একটি প্রতিনিধি দল অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং রাজশাহী হোমিওপ্যাথিক কলেজের সভাপতি টুকটুক তালুকদারের সঙ্গে সাক্ষাৎ করেছেন।  তিনি বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।
ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মাসুদ জানান, ঋত্বিক কুমার ঘটকের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে গত ৪ থেকে ৬ নভেম্বর তারই পৈত্রিক ভিটা ভগ্নস্তুপে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। ঘটকের পৈতৃক ভিটায় রাজশাহী হোমিওপ্যাথিক কলেজের দক্ষিণ দিকের ভেঙ্গে ফেলা কক্ষগুলোর দেয়ালে ঋত্বিক কুমার ঘটকের ছবি, তার নির্মিত চলচ্চিত্র ‘মেঘে ঢাকা তারা’, ‘অযান্ত্রিক’, ‘বাড়ি থেকে পালিয়ে’ এগুলো রং তুলির সাহায্যে চিত্রায়িত করা হয়েছে। এ কারণে ক্ষিপ্ত হয়েছেন হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষ ড. আনিসুর রহমান। তিনি দেওয়ালচিত্র মুছে ফেলার হুমকি দিয়েছেন।
এদিকে ঋত্বিকের দেওয়াল চিত্র মুছে ফেলা ও পৈত্রিক বাড়ি নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহীর সংস্কৃতিকর্মীরা। চলচ্চিত্র নির্মাতা আকরাম খান, ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জী, স্বাধীন চলচ্চিত্র নির্মাতা আহসান কবীর লিটন, মোহাম্মদ তাওকীর ইসলাম, ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মাসুদ, ডিরেক্টরস এন্ড এ্যাক্টরস গিল্ড রাজশাহীর সভাপতি ওয়ালিউর রহমান বাবু প্রমুখ এ ঘটনার প্রতিবাদ জানান। তারা ঋত্বিকের পৈত্রিক জমিটি দ্রুত দখলমুক্ত করে ‘ঋত্বিক কমপ্লেক্স’ ভবন নির্মাণ করার দাবী জানান।

নাহিদা

×