ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

এবার সুখবর নিয়ে এলেন সাই পল্লবী!

প্রকাশিত: ০০:২৩, ৭ নভেম্বর ২০২৪

এবার সুখবর নিয়ে এলেন সাই পল্লবী!

সাই পল্লবী

খুব অল্প সময়েই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত জায়গা তৈরি করে নিয়েছেন হালের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। পাঁচ বছরের ক্যারিয়ারে টেক্কা দিচ্ছেন দক্ষিণের সবচেয়ে জনপ্রিয় নায়িকা আনুশকা শেঠি, শ্রুতি হাসান, তামান্না ভাটিয়া, কাজল আগারওয়াল, সামান্থা আক্কিনেনিদের। এমবিবিএস পড়া শেষ করার জন্য ক্যারিয়ারের সোনালি সময়ে দুই বছরের ছোট বিরতি নিয়েছিলেন এ নায়িকা।

 

এরপর ফিরেছেন ‘আমরণ’ দিয়ে। ছবিটিতে সাই পল্লবীর বিপরীতে অভিনয় করেছেন শিবকার্থিকেয়ন। তাদের অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে দর্শক মহলে। ভেংকট প্রভু পরিচালিত এ ছবিটি বক্স অফিসে ‘সিংহাম এগেইন’ এবং ‘ভুলভুলাইয়া ৩’ এর মতো হিন্দি ছবিগুলোকেও পেছনে ফেলেছে। এরমধ্যে নতুন খবর হলো, ‘রামায়ণ’ চলচ্চিত্রের মুক্তির তারিখ ঘোষণা করেছেন নির্মাতা। প্রযোজক নমিত মালহোত্রা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছেন চলচ্চিত্রটি দুটি পর্বে মুক্তি পাবে। তার পোস্টে লেখেন, ‘পাঁচ হাজার বছরেরও বেশি সময় ধরে যা মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে, সেই মহাকাব্যকে বড় পর্দায় তুলে আনার জন্য আমি এক দশক আগে এই যাত্রা শুরু করি। আমাদের দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যেন সর্বাধিক পবিত্র এবং দৃষ্টিনন্দন হয়।’ এই চলচ্চিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, যশ এবং সাই পল্লবী। জানানো হয়েছে, চলচ্চিত্রের প্রথম পর্বটি মুক্তি পাবে ২০২৬ সালের দীপাবলিতে এবং দ্বিতীয় পর্ব ২০২৭ সালের দীপাবলিতে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টারটিতে কোনো অভিনেতা-অভিনেত্রীর নাম উল্লেখ করা হয়নি। শুধুমাত্র পরিচালক নিতেশ তিওয়ারি নাম উল্লেখ রয়েছে।

 

শুটিং সেট থেকে ভাইরাল হওয়া এক ছবিতে রণবীর কাপুর এবং সাই পল্লবীকে রাম ও সীতা এবং যশকে রাবণ চরিত্রে দেখতে পাওয়া গিয়েছিল। 

 

সূত্রমতে, চলচ্চিত্রের প্রথম অংশটি রাম ও সীতার গল্প এবং দ্বিতীয় অংশটি হনুমান চরিত্রের ওপর ভিত্তি করে তৈরি করা হবে। যেখানে থাকবেন সানি দেওল।

শিহাব উদ্দিন

×