চিত্রনায়ক নাইম
চিত্রনায়ক নাইম ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩’-এ জুরিবোর্ডের সদস্য হয়েছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। নাইম বলেন, রাষ্ট্র আমাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে তা আমি যথাযথভাবেই পালন করার শতভাগ চেষ্টা করব। যেহেতু আমি সিনেমাতে শুধু অভিনয় করিনি, পাশাপাশি সিনেমা প্রযোজনা করেছি, গল্প নিয়ে পরিচালকের সঙ্গে, কাহিনীকারের সঙ্গে বসেছি, সিনেমা এডিটিংয়ের সময় এডিটরের সঙ্গে বসেছি, মিউজিকের কাজ করার সময় বসেছি, দেশের অনেক প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক, সিনেমাটোগ্রাফারের সঙ্গে কাজ করেছি।
তাই অভিনয়ের বাইরে সিনেমার নানান দিক সম্পর্কে আমি মোটামুটি বেশ ভালো জানি বা বুঝি। তাই আমি আমার ওপর এই অর্পিত দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করার চেষ্টা করব। কারণ আমি বিশ^াস করি আমি যদি ভুল বিচার করি, পক্ষপাতিত্ব করি তবে আমাকে এর জবাবদিহি করতে হবে কোনো একদিন। তাই আমি আমার কাজটা ইনশাআল্লাহ শতভাগ সততার সঙ্গেই করব। ধন্যবাদ তাদের যারা আমাকে এমন গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব আমাকে দিয়েছেন। নাইম জানান, তিনি নিজেও কোনো চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি। কেন পাননি, এর জবাবে তিনি জানান, তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো কখনোই জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য জমা দেওয়া হতো না।
কারণ সেই সময় ভাবনাটা এমনই ছিল যে সিনিয়রদের সিনেমাই হয়তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবে। নাইম অভিনীত প্রথম সিনেমা ছিল এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’। এতে তার বিপরীতে ছিলেন শাবনাজ। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ছিল আজিজুর রহমানের ‘ঘরে ঘরে যুদ্ধ’। ভালো গল্প পেলে নাইম অভিনয় করবেন, এমনটাও বলেছেন তিনি।