ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

কী কারণে আটকে আছে শাকিব খানের তৃতীয় বিয়ে?

প্রকাশিত: ১৭:২৩, ৫ নভেম্বর ২০২৪

কী কারণে আটকে আছে শাকিব খানের তৃতীয় বিয়ে?

শাকিব খান

ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান। সিনেমা দিয়ে যেমন আলোচনায় থাকেন, তেমনি শাকিবের ব্যক্তিগত জীবন নিয়ে কম আলোচনা হয় না। ঢাকাই সিনেমার দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে ঘর বেঁধেছিলেন তিনি। কিন্তু সংসার জীবনে স্থায়ী হতে পারেননি।

আবারও তিনি বিয়ে করতে যাচ্ছেন বলে নানা গুঞ্জন ছড়িয়েছে সিনেমাপাড়ায়। শাকিব নিজেও সেই সম্ভাবনা খারিজ করে দেননি। অপু -বুবলীর পর তৃতীয় বিয়ের সম্ভাবনা জিইয়ে রেখে তিনি বলেন, তার কোনো তাড়াহুড়ো নেই।

 

এদিকে পারিবারিক একটি সুত্রে জানা গেছে, মনের মতো পাত্রী পাচ্ছেন না বলেই আটকে আছে শাকিব খানের বিয়ে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আনন্দবাজারের কাছে বিয়ে নিয়ে মুখ খুলেছেন শাকিব। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়, শোনা যাচ্ছে আবার নাকি বিয়ে করবেন, তাও আবার সম্বন্ধ করে, পাত্রী নাকি চিকিৎসক! সত্যিই কি ফের সংসারী হবেন?

 

 

উত্তরে শাকিব বলেন, ‘মানুষ একা থাকতে পারে না। পরিবার এবং সমাজ নিয়ে বেঁচে থাকে। দেখা যাক, কোনো তাড়াহুড়ো নেই যে নির্দিষ্ট কোনো বছরের মধ্যে বিয়ে করতে হবে। যদি তেমন কিছু হয় পারিবারিকভাবে হবে এবং সেটা বিয়ের পর্যায়ে যাবে। আমার বাবা-মায়ের যেহেতু বয়স হয়েছে সন্তান হিসেবে তারা আমাকে সংসারী দেখতে চান।’

তারপর থেকেই অনেকে কান পেতে আছেন বিয়ের খবর মেলে কি না। শাকিবের পরিবার থেকেও এ নিয়ে প্রকাশ্যে আসছে না কিছুই। তবে কিছু সূত্র জানায়, পাত্রী দেখা চলছে। এরইমধ্যে কয়েকজন মেয়েকে দেখাও হয়েছে। তবে সবকিছু মিলিয়ে ব্যাটে বলে হচ্ছে না। তাই আটকে আছে বিয়ে।

এদিকে চলতি মাসে ১৫ তারিখে মুক্তি পেতে পারে শাকিব খান অভিনীত ‘দরদ’ সিনেমাটি। পরিচালক অনন্য মামুন সেই তথ্য জানিয়েছেন। ‘দরদ’ ছবিতে শাকিবের নায়িকা হিন্দি সিনেমার অভিনেত্রী সোনাল চৌহান। রোমান্টিক সাইকোথ্রিলার গল্পের ছবিটিতে শাকিব খানকে নতুনরূপে দেখা যাবে। এটি তার প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা।

 

সিনেমার গল্পে দেখা যাবে ভারতের বারানসিতে একাধিক প্রভাবশালী ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটে, যার সন্দেহ পড়ে দুলু মিয়ার ওপর। সিনেমার কাহিনি যতই এগোতে থাকে, গল্পও জটিল হয়। আবেগ ও প্রেমের অদ্ভুত এক মিশেলে এগিয়ে যাবে কাহিনি।

 

‘দরদ’ সিনেমায় আরও আছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ, জাকির হোসাইন, ফারহান খান রিও ও বিশ্বজিৎ চক্রবর্তী।

শিহাব উদ্দিন

×