ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

অবশেষে জানা গেল শাকিবের ‘দরদ’র মুক্তির তারিখ 

প্রকাশিত: ১৯:৩১, ৮ অক্টোবর ২০২৪

অবশেষে জানা গেল শাকিবের ‘দরদ’র মুক্তির তারিখ 

শাকিব খান

অবশেষে জানা গেল শাকিব খানের সিনেমা ‘দরদ’ মুক্তির তারিখ। আসছে ১৫ নভেম্বর মুক্তি পেটে যাচ্ছে ‘দরদ’। এটি নায়ক শাকিব খানের অভিনীত প্রথম কোনো প্যান ইন্ডিয়ান সিনেমা। তার বিপরীতে রয়েছেন বলিউডের সোনাল চৌহান।

মঙ্গলবার (৮ অক্টোবর) নিজের ফেসবুকে ‘দরদ’ -এর অ্যানউন্সমেন্ট টিজার প্রকাশ করেছেন পরিচালক অনন্য মামুন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‘অপেক্ষার শেষ! মোস্ট ওয়ান্টেড দুলু মিয়া আসছে, বিশ্বব্যাপী ১৫ নভেম্বর। ‘দরদ’ নিয়ে আসছেন মেগাস্টার শাকিব খান। ২০২৪ সালের ১৫ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘দরদ’।’’ ১ মিনিট ১৫ সেকেন্ডের টিজারে টানটান অ্যাকশন দৃশ্য দেখা গেছে। দুলু মিয়া রূপী শাকিবের ঝলক দেখে মুগ্ধ ভক্তরা। প্রায় ৪ বছর পর ঈদ ছাড়া কোনো সময়ে মুক্তি পাচ্ছে শাকিবের সিনেমা।

সাইকো থ্রিলার গল্পের সিনেমা ‘দরদ’। বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম, কর্ণাটক— ছয়টি ভাষায় মুক্তি পাবে চলচ্চিত্রটি। এর আগে গত রবিবার বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে প্রদর্শিত হয় ‘দরদ’। আপত্তি ছাড়াই সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে এটি।

সিনেমাটিতে শাকিব-সোনাল ছাড়াও অভিনয় করেছেন সাফা মারওয়া, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, রাহুল দেবসহ অনেকে। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে পশ্চিমবঙ্গের এসকে মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এবং মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ।

 

শহিদ

×