ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

চয়নিকা চৌধুরী

পরিচালনায় ২ যুগ

আনন্দকণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ০০:২৫, ১৯ সেপ্টেম্বর ২০২৪

পরিচালনায় ২ যুগ

চয়নিকা চৌধুরী

জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী। ২০০১ সালের ১৮ সেপ্টেম্বর নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।  তার নির্মিত প্রথম নাটকের নাম ‘শেষবেলায়’। তবে বিটিভে তার প্রচারিত প্রথম নাটকের নাম ‘এক জীবনে’। এটি ২০০১ সালের ২৮ অক্টোবর প্রচারিত হয়েছিল। এরই মধ্যে ক্যারিয়ারের দুই যুগে পা দিলেন এ নির্মাতা। প্রথম প্রচারিত নাটক প্রসঙ্গে তিনি বলেন, ‘সে সময় অনেক ফোন পেয়েছিলাম।

তখন তো এই অনলাইনের যুগ ছিল না। দশ কোটি মানুষ এক সঙ্গে এক সময় বসে টেলিভিশনের নাটক দেখার অপেক্ষায় থাকত। বেশির ভাগ মানুষ ল্যান্ডফোনে শুভ কামনা জানাত, কাজের প্রশংসা করত।’
ক্যারিয়ারে তিনি একক ও টেলিছবি নির্মাণ করেন ৪৫৪টি এবং ধারাবাহিক নাটক ১৮টি। উল্লেখ্যযোগ্য কিছু একক নাটক নাটক ও ধারাবাহিক হলো  ‘অনুমতি প্রার্থানা’, ‘চলমান ছবি’, ‘মায়া’, ‘সোনার মানুষ’, ‘আচড়’, ‘আঁচল’, ‘কথা ছিল অন্য রকম’, ‘চাঁদের আলোয়ে’, ‘শিখার কথা’ ও ‘জুয়াড়ী’, ‘আকাশের নিছে মানুষ’, ‘কাগজের ঘর’, ‘প্রিয়’, ‘ওপারে বরফ ডাঙা. ও ‘যতদূরে যাই’।
ক্যারিয়ারের এই দুই যুগের সময়টা কেমন? তার ভাষ্য, ‘আজ দেখতে দেখতে অনেক বছর  শেষ হয়ে গেল। কিন্ত পথ এত সহজ ছিল না কখনোই। অনেক ভালোবাসা, যতœ আবেগ ছাড়াও অনেক কষ্ট,অপমান, দুঃখও ছিল। তীব্র আঘাত আমাকে এইখানে দাঁড় করিয়েছে। যারা আমাকে কষ্ট আর আঘাত, অপমান দিয়ে  অবজ্ঞা  করেছেন, তাদেরকে আজকের দিনে প্রথম ধন্যবাদ দিতে চাই। তা না হলে আমার ভিতরে হয়তো এমন শক্তি আসত না।’  

চয়নিকা এখন আর শুধু ছোটপর্দার নির্মাতা নন। বড় পর্দাতেও নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন তিনি। প্রথম সিনেমা ‘বিশ্ব সুন্দরী’ যেমন আলোচনায় আসে, তেমনি গত বছর দ্বিতীয় সিনেমা ‘প্রহেলিকা’ দিয়েও বাজিমাত করেন তিনি। গত বছরে মুক্তি পাওয়া হিট সিনেমাগুলোর একটি এটি। এ সিনেমার জন্য প্রযোজক জামাল হোসেন ও শাহিন আক্তারের কাছে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এরপর মুক্তি পেয়েছে তার ‘কাগজের বউ’ শিরোনামের আরও একটি সিনেমা।

সিনেমা নিয়ে আগামীর পরিকল্পনা কি? তিনি বলেন,  ‘আমার পরের  চলচ্চিত্র ‘সখা, সোলমেট’ পুরাই রোমানটিক থ্রিলার সিনেমা।  তারপর ‘মাতাল হাওয়া’। আমার একটি ওয়েব সিরিজের শিল্পী চূড়ান্ত হয়েছে। কোনো একটি প্ল্যাটফর্মের জন্যে বানাব। সময় হলে এটি নিয়ে বিস্তারিত জানাতে পারব।’  চয়নিকা তার ভক্ত ও শুভাকাক্ষীদের নিয়েও কথা বলেন।

তিনি জানান, ‘সম্মান করলে সম্মানিত হওয়া যায়। নির্মাতা আরও বলেন, সবাই দেশের নাটক দেখবেন, দেশের চ্যানেল এনং দেশের সিনেমা দেখবেন হলে গিয়ে প্লিজ। আর আমরা যেন নিজেরা নিজেদের সম্মান করতে পারি এবং তা মুখে না, কাজ দিয়ে। সম্মান করলে সম্মানিত হওয়া যায়। কাউকে ছোট করে, কারোর সম্পর্কে ফেসবুকে নেগেটিভ কিছু লিখে  কেউ বড় হয় না কোনোদিন।’

×