ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

স্বর্ণসিংহ জিতে নিল ‘দ্য রুম নেক্সট ডোর’, সেরা অভিনেত্রী নিকোল

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৮, ৮ সেপ্টেম্বর ২০২৪

স্বর্ণসিংহ জিতে নিল ‘দ্য রুম নেক্সট ডোর’, সেরা অভিনেত্রী নিকোল

স্বর্ণসিংহ হাতে পেদ্রো আলমোদোভার (বাঁয়ে),  নিকোল কিডম্যান

শেষ হলো ৮১তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ২৮ আগস্ট শুরু হওয়া ১১ দিনের এই উৎসবের পর্দা নামল ৭ সেপ্টেম্বর। খ্যাতিমান স্প্যানিশ পরিচালক পেদ্রো আলমোদোভারের ‘দ্য রুম নেক্সট ডোর’ উৎসবের মর্যাদাসম্পন্ন স্বর্ণসিংহ (গোল্ডেন লায়ন) পুরস্কার জিতেছে।

এটাই তার পরিচালিত প্রথম ইংরেজি ভাষার চলচ্চিত্র। ‘বেবিগার্ল’ চলচ্চিত্রে অভিনয়ে সেরা অভিনেত্রী হয়েছেন অস্ট্রেলিয়ান-আমেরিকান তারকা নিকোল কিডম্যান। এতে যৌন আকাক্সক্ষায় ডুবে থাকা দৃঢ়চেতা সিইও রোমি চরিত্রে তার অভিনয় বিচারকদের মন কেড়েছে।
৭ সেপ্টেম্বর রাতে ইতালির ভেনিস লিদো শহরে পালাৎসো দেল সিনেমা ভবনের সালা গ্র্যান্ড থিয়েটারে এবারের আসরের বিজয়ী তালিকা ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। একই ভেন্যুতে গত ২ সেপ্টেম্বর ‘দ্য রুম নেক্সট ডোর’ দেখার পর দর্শক ও অতিথিরা টানা ১৭ মিনিট দাঁড়িয়ে করতালি দিয়ে অভিবাদন (স্ট্যান্ডিং ওভেশন) জানায়। ভেনিসের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ স্ট্যান্ডিং ওভেশনের মধ্যে এটি অন্যতম।
স্বর্ণসিংহ গ্রহণের পর পেদ্রো আলমোদোভার বলেন, পুরস্কারটি তাদেরই প্রাপ্য। দুই নারীকে কেন্দ্র করে চলচ্চিত্রটির গল্প। আর সেই দুই নারী হলেন জুলিয়ান ও টিল্ডা। ভেনিস উৎসবের সমাপনী মঞ্চে স্প্যানিশ ভাষায় তিনি বলেন, আমি বিশ্বাস করি, এই পৃথিবীকে নির্মলভাবে ও মর্যাদার সঙ্গে বিদায় জানাতে পারা প্রতিটি মানুষের মৌলিক অধিকার। তার মন্তব্য, স্বেচ্ছামৃত্যুকে রাজনীতি কিংবা ধর্ম দিয়ে অবরুদ্ধ করা উচিত নয়।

স্প্যানিশ ভাষার চলচ্চিত্র নির্মাণের জন্য ২০১৯ সালে তাকে ভেনিস উৎসবে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়। ২০০০ সালে ‘অল অ্যাবাউট মাই মাদার’-এর সুবাদে সেরা বিদেশী ভাষার কাহিনীচিত্র বিভাগে অস্কার জয় করেন তিনি। পেদ্রো আলমোদোভারের বয়স এখন ৭৪ বছর। 
গত ৩০ আগস্ট সালা গ্র্যান্ড থিয়েটারে ‘বেবিগার্ল’ চলচ্চিত্রের বিশ্ব প্রিমিয়ারে ছিলেন নিকোল কিডম্যান। তবে মায়ের মৃত্যুর খবর পেয়ে অস্ট্রেলিয়া ফিরে যাওয়ায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ছিলেন না ৫৭ বছর বয়সী এই অভিনেত্রী। ২০০২ সালে ‘দ্য আওয়ার্স’ ছবির জন্য সেরা অভিনেত্রী বিভাগে অস্কার জিতেছেন তিনি।
এক নজরে বিজয়ী তালিকা
স্বর্ণসিংহ : দ্য রুম নেক্সট ডোর (পেদ্রো আলমোদোভার, স্পেন), গ্র্যান্ড জুরি প্রাইজ (সিলভার লায়ন) : ভেরমিলিয়ো (মাউরা দেলপেরো, ইতালি), সেরা অভিনেতা (ভলপি কাপ) : ভাঁসো লাঁদো (দ্য কোয়ায়েট সান, ফ্রান্স), সেরা অভিনেত্রী (ভলপি কাপ) : নিকোল কিডম্যান (বেবিগার্ল, অস্ট্রেলিয়া), সেরা পরিচালক (সিলভার লায়ন) : দ্য ব্রটালিস্ট (ব্র্যাডি কোর্বেট, যুক্তরাষ্ট্র), স্পেশাল জুরি প্রাইজ : এপ্রিল (ডেয়া কলামবেগাশভিলি, জর্জিয়া), সেরা চিত্রনাট্যকার (গোল্ডেন ওজেল্লা) : মুরিলো হাউজার, এইতর লরেগা (আইম স্টিল হিয়ার, ব্রাজিল), সেরা নবীন অভিনয়শিল্পী (মার্সেলো মাস্ত্রোইয়ান্নি অ্যাওয়ার্ড) : পল কারচার (অ্যান্ড দেয়ার চিলড্রেন আফটার দেম, ফ্রান্স)।

স্বর্ণসিংহ (আজীবন সম্মাননা), সিগোর্ন উইভার (অভিনেত্রী, যুক্তরাষ্ট্র), পিটার উইয়ার (পরিচালক, যুক্তরাষ্ট্র), গ্লোরি টু দ্য ফিল্ম মেকার অ্যাওয়ার্ড
ক্লদ লেল্যুশ (ফ্রান্স), হরাইজনস, সেরা চলচ্চিত্র : দ্য নিউ ইয়ার দ্যাট নেভার কেম (বোগদান মুরেশানু, রোমানিয়া), সেরা অভিনেতা : ফ্রান্সিসকো গেগি (ফ্যামিলিয়া, ইতালি), সেরা অভিনেত্রী : ক্যাথলিন চালফ্যান্ট (ফ্যামিলিয়ার টাচ, যুক্তরাষ্ট্র), সেরা পরিচালক : সারাহ ফ্রিডল্যান্ড (ফ্যামিলিয়ার টাচ, যুক্তরাষ্ট্র), স্পেশাল জুরি প্রাইজ : ওয়ান অব দোজ ডেজ হোয়েন হেমা ডাইস (মুরাত ফিরাতোগো, তুরস্ক), সেরা চিত্রনাট্যকার : এস্কান্দার কোপতি (হ্যাপি হলিডেস, ফিলিস্তিন), সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র : হু লাভস দ্য সান (আরশিয়া শাকিবা, কানাডা), হরাইজনস এক্সট্রা, অডিয়েন্স অ্যাওয়ার্ড (আরমানি বিউটি) : শাহেদ-দ্য উইটনেস (নাদের সেইভার, ইরান), লায়ন অব দ্য ফিউচার
সেরা নতুন পরিচালক (লুইজি দে লাউরান্তিস অ্যাওয়ার্ড) : ফ্যামিলিয়ার টাচ (সারাহ ফ্রিডল্যান্ড, যুক্তরাষ্ট্র)

×