ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১

লাখ লাখ মানুষ পানিবন্দি হওয়ায় মনটা ভালো নেই: অপু বিশ্বাস

প্রকাশিত: ১৫:৫১, ২৭ আগস্ট ২০২৪

লাখ লাখ মানুষ পানিবন্দি হওয়ায় মনটা ভালো নেই: অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

ভয়াবহ বন্যায় ভেসে যাওয়া মানুষদের পাশে দাঁড়িয়েছে দেশের সাধারণ জনগণ থেকে শুরু করে বিনোদন জগতের তারকারা। এই তালিকায় এবার যুক্ত হলেন অভিনেত্রী অপু বিশ্বাস।

সম্প্রতি অপু বিশ্বাস এক ভিডিও পোস্ট করে তার সহযোগিতার কথা জানান। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, দেশে আকস্মিক বন্যায় অসহায় হয়ে পড়া মানুষের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটু উপহার। দেশের বিভিন্ন অঞ্চলে লাখ লাখ মানুষ পানিবন্দি হওয়ায় মনটা ভালো নেই।

অসহায় হয়ে পড়া মানুষগুলোর আর্তনাদ দেখলে মন চায় ছুটে যাই তাদের কাছে। অসহায় বাচ্চাদের মায়াবী মুখগুলো দেখলে বুকটা ছটফট করে। কারণ আমার নিজেরও ছেলে আছে। এসব ছোট্ট বাচ্চাদের মাঝে আমি আমার ছোট্ট জয়কে খুঁজে পাই। আমার একমাত্র ছেলে জয়কে রেখে তাদের কাছে ছুটে যেতে পারছি না।

ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়িসহ আশপাশের জেলাগুলো প্লাবিত হয়। এই মানবিক বিপর্যয়ে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন দেশের সব শ্রেণি-পেশার মানুষ। সেই তালিকায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দেশের চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রীরাও।

 এসআর

×