ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১

অন্ধকার বারান্দায় আমার ঘাড় ও চুল স্পর্শ করেন রঞ্জিত: শ্রীলেখা

প্রকাশিত: ১৩:১৮, ২৬ আগস্ট ২০২৪

অন্ধকার বারান্দায় আমার ঘাড় ও চুল স্পর্শ করেন রঞ্জিত: শ্রীলেখা

শ্রীলেখা-রঞ্জিত

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র মালায়ালাম সিনেমার পরিচালক রঞ্জিতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, পরিচালক বিনা অনুমতিতে তাঁর শরীর স্পর্শ করেছেন। এই অভিযোগটি তিনি ২৪ আগস্ট এক ভারতীয় গণমাধ্যমের সঙ্গে আলোচনার সময় প্রকাশ্যে আনেন।

ভারতীয় সংবাদমাধ্যমকে শ্রীলেখা জানান, ২০০৯ সালে দক্ষিণী ছবি ‘পালেরি মণিক্যম: ওরু পাথিরাকোলাপাথাকাথিনতে কথা’র অডিশনের সময়ে পরিচালকের যৌন হেনস্থার শিকার হয়েছেন তিনি। সম্প্রতি বর্ষীয়ান মালয়ালাম পরিচালক ও কেরালার চলচ্চিত্র অ্যাকাডেমির চেয়ারম্যান রঞ্জিতের বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ এনেছেন শ্রীলেখা।

অভিনেত্রী বলেন, ‘রঞ্জিত হঠাৎই ছবির গল্প বলার জন্য আমাকে তার শোবার ঘরের দিকে ডেকে নিয়ে গেলেন। আমি ভাবলাম হয়তো ভিড় এড়ানোর জন্য তিনি ডাকছেন। ঘরটি বেশ অন্ধকার ছিল। আমি ঘরের বারান্দায় দাঁড়িয়ে এক সিনেমাটোগ্রাফারের সঙ্গে ফোনে কথা বলছিলাম। হঠাৎ আমার হাতের চুড়িগুলো নিয়ে খেলতে লাগলেন পরিচালক। আমরা নারীরা পুরুষের স্পর্শের অর্থ বুঝি। আমার অস্বস্তি হচ্ছিল, কারণ আমার ওর সঙ্গে আমার তেমন বন্ধুত্বও ছিল না। কিন্তু আমি নিশ্চিত হতে পারছিলাম না। তার পরে তিনি আমার ঘাড়ে ও চুলে স্পর্শ করতে থাকেন। সঙ্গে সঙ্গে আমি সেই ঘর থেকে বেরিয়ে যাই।’

এই ঘটনার রেশ ভয়ানক বলে জানিয়েছেন অভিনেত্রী। তার কথায়, ‘আমি এই ঘটনা কারও সঙ্গে শেয়ার করতে পারছিলাম না। এই ঘটনার পরে আমি নিজের হোটেলে চলে যাই এবং খুব আতঙ্কে সারাটা রাত কাটাই। মনে হচ্ছিল, কেউ যদি এসে দরজায় কড়া নাড়ে। আমি দিনের আলো ফোটার অপেক্ষা করছিলাম।’

শ্রীলেখার এই অভিযোগকে মিথ্যে দাবি করে রঞ্জিত বলেন, ‘তাকে কোনো চরিত্র দেওয়া হয়নি বলে তিনি যৌন হেনস্থার অভিযোগ এনেছেন। শ্রীলেখার সঙ্গে আমি চিত্রনাট্যকার শঙ্কর রামকৃষ্ণের সামনে কথা বলেছিলাম। দুজন সহকারীও ছিল।’

শুধু তাই নয় এই অভিযোগের পর কেরালা চলচ্চিত্র অ্যাকাডেমির চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দিয়েছেন রঞ্জিত। তার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার পরও সেই রাজ্যের কালচারাল অ্যাফেয়ার্সের মন্ত্রী সাজি চেরিয়ান পরিচালকের হয়েই প্রশ্ন করেছেন। জানিয়েছেন শুধু মাত্র কোন অভিযোগের ভিত্তিতে দক্ষিণ ভারতের এমন গুণী শিল্পীর বিরুদ্ধে কো্ন কেস ফাইল করা হবে না।

দিবা

×