ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১

প্রতিবাদে সরব পরান বন্দ্যোপাধ্যায়

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২১:৩০, ২৪ আগস্ট ২০২৪

প্রতিবাদে সরব পরান বন্দ্যোপাধ্যায়

পরান বন্দ্যোপাধ্যায়

আরজি কর-কাণ্ড নিয়ে উত্তাল বাংলা। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন ভারতের প্রবীণ অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়। বর্ষীয়ান অভিনেতা দাবি করলেন, যারা এই ভয়াবহ কাণ্ড ঘটিয়েছে তারা কোনো শক্তির দ্বারা মদতপ্রাপ্ত। সামাজিক মাধ্যমে একটি ভিডিওতে পরান বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি এই মুহূর্তে শহরের সবচেয়ে চর্চিত বিষয় নিয়ে কথা বলতে চাই।

১৪ আগস্ট দেখেছিলাম লাখ লাখ মা-বোনেরা সরব হয়েছিলেন। আমার জীবনে এর আগে কখনো এই দৃশ্য দেখিনি। যারা এই নিষ্ঠুর দানবীয় ঘটনা ঘটিয়েছে মনুষ্য সমাজে, তারা সাহায্য পেয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। সকলে বুঝতে পারছে, এটা একটা সংঘটিত অপরাধ। রাজ্য, দেশ ও দেশের বাইরে সকল মা-বোনেরা এর জবাব চেয়েছেন।

অভিনেতা তার ভিডিওতে আরও বলেছেন, যে প্রতিরোধ ধ্বনিত হয়েছে, সেই কণ্ঠ যেন না থামে। কারণ এই অপরাধীরা অতীত থেকে শিক্ষা নিয়ে সফল হতে চায়। তাদের সফল করার পেছনে যদিও কিছু লোকজন আছে। এরা জানে, মানুষ একটা সময় সব ভুলে যাবে। কিছু দিন একটু ঘাপটি মেরে থাকি। পরে আবার বুক ফুলিয়ে রাস্তায় ঘুরব। প্রতিবাদ চলতে থাকুক। বিচার চাই। না হলে সর্বনাশ।

×