ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

জনকণ্ঠে সংবাদ প্রকাশের পর খালেদা জিয়ার বায়োপিক থেকে বাদ নিপুণ 

প্রকাশিত: ১৩:১২, ২২ আগস্ট ২০২৪

জনকণ্ঠে সংবাদ প্রকাশের পর খালেদা জিয়ার বায়োপিক থেকে বাদ নিপুণ 

খালেদা জিয়া-নিপুণ আক্তার

এক দশক আগে খালেদা জিয়ার বায়োপিক ‘আপসহীন’নির্মাণ করেন কিংবদন্তি গীতিকার-প্রযোজক ও পরিচালক গাজী মাজহারুল আনোয়ার। গোপনে নির্মিত সে ছবিতে ছবিতে বেগম জিয়ার চরিত্রে অভিনয় করেন নিপুণ আক্তার।

তবে সম্প্রতি শেখ সেলিমের সাথে নিপুনকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পরে খালেদা জিয়ার বায়োপিকে নিপুনের অভিনয়ের বিষয়টি সমালোচিত হতে থাকে। এরই মাঝে জনকণ্ঠ অনলাইনে 'গোপনে দুই নৌকায় পা, এবার খালেদা জিয়ার চরিত্রে নিপুন' শিরোনামে সংবাদ প্রকাশের পর খালেদা জিয়ার বায়োপিক থেকে বাদ পড়েছেন এই অভিনেত্রী। 


জানা গেছে, তাকে বাদ দিয়ে নতুন করে নির্মাণ করা হবে ছবিটি। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ছবির প্রযোজক হেলাল খান।

হেলাল খান জানান, ‘২০১৩ সালে আপসহীন সিনেমার কাজ শুরু করেছিলাম। সে সময় অনেক কিছু আমরা করতে পারিনি। এটি নির্মাণের পর একবার ম্যাডামকে (খালেদা জিয়া) দেখানো হয়েছিল। তিনি খুব খুশি হয়েছিলেন। এরপরেই বিগত সরকার সিনেমাটি বন্ধ করে দিয়েছিল। আমাকেও গ্রেফতার করা হয়। তাই মুক্তিও দিতে পারিনি। এখনো সেভাবেই আছে। হঠাৎ করে এই সিনেমার নিউজ কে করছে, কেন করছে, এটাই বলতে পারছি না। এ সিনেমা নিয়ে ম্যাডামের সঙ্গে কথা না বলে কোনো কথা বলতে চাই না।’

নতুন করে আপসহীন নির্মাণের প্রসঙ্গে হেলাল খান বলেন, ‘সিনেমাটি খালেদা জিয়ার রাজনৈতিক জীবন নিয়ে। এখন তো অনেক কিছু পরিবর্তন হয়েছে। ১০ বছর আগে যে রকম চিন্তা করেছি, এখন তো সে রকম হবে না। এরপর খালেদা জিয়ার জীবনে অনেক কিছু ঘটেছে। এখন যদি আগের কাজটি মুক্তি দিতে চাই, তাহলে ইনকমপ্লিট একটি কাজ হবে। এটা নতুন করে বানাতে হবে।’

আরও বলেন, ‘ম্যাডাম যদি অনুমতি দেন, তাহলেই নতুন করে হবে আপসহীন। তিনি যেভাবে নির্দেশনা দেবেন, সেভাবেই কাজটি করতে হবে। তিনি অসুস্থ হওয়ায় এ বিষয়ে কোনো কথা বলার সুযোগ হয়নি। নতুন করে কাজটি করলে বিশাল আয়োজনে হবে। সিনেমার ক্যানভাস বাড়বে, অভিনয়শিল্পীদের ক্ষেত্রে পরিবর্তন আসবে। খালেদা জিয়ার চরিত্রে নিপুণ অভিনয় করেছিলেন, নতুন সিনেমায় অন্য কাউকে নেওয়ার পরিকল্পনা আছে। এ ছাড়া অন্যান্য অভিনয়শিল্পীর ক্ষেত্রেও পরিবর্তন আসবে।’

ছবিটি প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করেছেন হেলাল খান। ছবিতে বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চরিত্রে অভিনয় করেছেন তিনি। 

সিনেমা থেকে বাদ পড়ার বিষয়ে জনকণ্ঠ থেকে নিপুনকে ফোন করা হলেও তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়। 

এবি 

×