ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

মালাইকাকে বাদ দিয়ে অর্জুন এখন প্রেম করছেন যার সাথে

প্রকাশিত: ২০:২২, ১৩ আগস্ট ২০২৪

মালাইকাকে বাদ দিয়ে অর্জুন এখন প্রেম করছেন যার সাথে

অভিনেত্রী ও মডেল মালাইকা অরোরা

বলিউডের কাপুর পরিবারের সন্তান অভিনেতা অর্জুন কাপুর। অভিনেত্রী ও মডেল মালাইকা অরোরার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন দীর্ঘ সময়। বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথাও ছিল তাদের। কিন্তু সেটি এখন আর হচ্ছে না। এটা অনেকটাই নিশ্চিত হওয়া গেছে তাদের সাম্প্রতিক সময়ের আচরণে।

অর্জুন কাপুর আর মালাইকা অরোরাকে এখন আর মুম্বাইয়ের রাস্তায় একসঙ্গে দেখা যায় না। দেখা যায় না কোনো অনুষ্ঠানেও। সব শেষ ২৬ জুন অর্জুনের জন্মদিনেও দেখা যায়নি এই অভিনেত্রীকে। তবে এর আগে থেকেই দুজনের সম্পর্ক ভাঙার কারণ হিসেবে নাম আসে ভারতের সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব কৌতুক অভিনেত্রী কুশা কপিলার সঙ্গে। অভিনেতা নাকি তাকেই মন দিয়ে বসে আছেন।

অর্জুন ও কুশা একসঙ্গে ফারহা খানের অনুষ্ঠান ‘ব্যাক বেঞ্চার্স’-এ উপস্থিত হয়েছিলেন। সে অনুষ্ঠানে কুশা জানান, কাজের জগতে অর্জুন তাকে সাহায্য করেছেন। এমনকি নিজেদের সম্পর্কে নামে একটি হ্যাশট্যাগও তৈরি করেন তিনি।

কুশার দেওয়া হ্যাশট্যাগটি ছিল- ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’। এরপরই তাদের সম্পর্ক নিয়ে শুরু হয় বি-টাউনে গুঞ্জন। তবে দুজনের একজনও নিজেদের সম্পর্ক নিয়ে এখনো মুখ খোলেননি।

 

এবি

×