ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

দ্বিতীয় বার মা হলেন শুভশ্রী

প্রকাশিত: ১৮:১৫, ৩০ নভেম্বর ২০২৩

দ্বিতীয় বার মা হলেন শুভশ্রী

শুভশ্রী 

দ্বিতীয় সন্তানের মা হলেন শুভশ্রী। ২০২০ সালের সেপ্টেম্বরে প্রথম সন্তানের জন্ম দেন নায়িকা।
 
বৃহস্পতিবার বিকালে রাজ  একটি পোস্ট করে এই সুখবর প্রকাশ্যে এনেছেন। এক্স-এর   পাতায় তিনি লিখেছেন, ‘‘আমাদের পরিবারে এক মুঠো মিষ্টি ভালবাসা এসেছে। আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের ছোট্ট রাজকন্যার জন্য শুধু ভালবাসা এবং আশীর্বাদ চাইছি।’’২০১৮ সালের মে মাসে পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করেন অভিনেত্রী। তার পর করোনা পরিস্থিতির সময় প্রথম বার মা হওয়ার কথা ঘোষণা করেন শুভশ্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে দ্বিতীয় বার মা হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি। তবে তা যে এমন সুখবরের পূর্বাভাস, তা অনেকেই আন্দাজ করেননি।

এত দিন বড় ছেলে ইউভানকে ঘিরেই ছিল তাঁদের পৃথিবী। জন্মের প্রথম দিন থেকে এখনও পর্যন্ত ইউভানের প্রতিটি বিশেষ মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন রাজ এবং শুভশ্রী। দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও কি সেই পথেই হাঁটবেন? না কি এ বার বলিউড নায়ক-নায়িকাদের মতো সমাজমাধ্যমের আড়ালে রাখতে চাইবেন তাঁদের দ্বিতীয় সন্তানকে?

এস

×