বিদ্যা সিনহা মিম
নন্দিত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বুধবার আবারো একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন। স্কিন অ্যান্ড বিউটি কেয়ার প্রোডাক্ট বায়োজিন কসমেসিউটিক্যালসের ব্যান্ড অ্যাম্বসেডর হিসেবে সেদিন রাজধানীর মিরপুর ডিওএইচএসে বায়োজিনের প্রধান শাখায় চুক্তিবদ্ধ হন। বিদ্যা সিনহা মিম বলেন, এর আগেও আমি অনেক প্রতিষ্ঠানের ব্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছি। এমনকি আমি এই মুহূর্তে ইউনিসেফেরও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করছি। বায়োজিন কসমেসিউটিক্যালসের সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমার পথচলা শুরু হলো। আশা করছি আগামী এক বছর আমি প্রতিষ্ঠানটির প্রচারে ঠিকঠাকভাবে কাজ করে যেতে পারবো। সেই সঙ্গে আমার বিশ্বাস প্রতিষ্ঠানটিও আমাকে যথাযথভাবে সহযোগিতা করবে। আমরা একসঙ্গে চমৎকার সমন্বয়তার মধ্যদিয়ে কাজ করে যাব।