
বাংলা নববর্ষ উপলক্ষে আকাপেলা ব্যান্ড কয়্যার বাংলা নিয়ে আসছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জনপ্রিয় গান ‘দোলা লাগিল দখিনার বনে বনে’। নজরুলের গানের ব্যতিক্রমী এ উপস্থাপনা নিয়ে কয়্যার বাংলা ব্যান্ডের সদস্য সংগীতশিল্পী মাহমুদুল হাসান জনকণ্ঠকে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জনপ্রিয় গান ‘দোলা লাগিল দখিনার বনে বনে’র এক নতুন, ব্যতিক্রমী উপস্থাপনা। এটি শুধুই একটি গান নয় বরং এক নতুন ধরনের সংগীত অভিজ্ঞতা যেখানে কোনো বাদ্যযন্ত্র ব্যবহৃত হয়নি। শুধু কণ্ঠ ও শরীরের সৃষ্ট ধ্বনিতে এ গানটি সাজানো হয়েছে আকাপেলা ধারায়, যা দেশে নজরুলসংগীতের ইতিহাসে একটি উল্লেখযোগ্য সংযোজন। গানটির সংগীত পরিচালনা করেছেন বিশিষ্ট সুরকার ও কণ্ঠশিল্পী তানভীর আলম সজীব। সার্বিক পরিকল্পনা ও পরিচালনায়ও তিনি ছিলেন মূল ভূমিকায়। এতে সহকারী হিসেবে কাজ করেছেন সুকন্যা মজুমদার।
ভিডিও ধারণে সহায়তা করেছেন ইলিয়াস। এই গানটিতে কণ্ঠ দিয়েছেন তানভীর আলম সজীব, মিরাজুল জান্নাত সোনিয়া, মাহমুদুল হাসান, সুকন্যা মজুমদার, বিজন মিস্ত্রি, মৌমিতা মুমু ও মোহিত খান। এই নতুন রূপে গাওয়া নজরুলসংগীতটি শুধু একটি শ্রবণ অভিজ্ঞতা নয় বরং বাঙালির আবেগ, শুদ্ধ সংগীত এবং সমবেত কণ্ঠের এক অভূতপূর্ব সংমিশ্রণ। কয়্যার বাংলার অফিসিয়াল ফেসবুক ও ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাচ্ছে আগামীকাল রবিবার। গানটি নিয়ে শ্রোতা ও দর্শকের আন্তরিক প্রতিক্রিয়ার অপেক্ষায় ব্যান্ডের প্রত্যেকে।