ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১

"সিনেমার নায়িকারা কেন হিজাব পরতে পারবে না?" প্রশ্ন রাজ রিপার

প্রকাশিত: ১২:০৩, ২৩ মার্চ ২০২৫; আপডেট: ১২:০৬, ২৩ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ঢালিউডের নবীন নায়িকা রাজ রিপা সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ফ্যাশন স্টাইল এবং হিজাব পরিধান সম্পর্কে তার মতামত প্রকাশ করেছেন। তিনি বলেন, "সিনেমার মানুষ সিনেমা নিয়েই বিজি থাকতে চাই, তবে আমি ইন্ডাস্ট্রিতে আসার আগেও হিজাব স্টাইল পরতাম বা বোরকা পরতাম। আমি ফ্যামিলি থেকেই আসলে শিখেছি।"

রাজ রিপা আরও বলেন, "আচ্ছা সিনেমার নায়িকারা কেন হিজাব স্টাইল করতে পারবে না? কেন আমাকে ভালো লাগছে না? হিজাবে আমাকে সুন্দর লাগছে না? কেন এত কৈফিয়ত জানতে চান, হিজাব কেন পরেছি? আমি অলওয়েজ পড়ি এবং এই হিজাব স্টাইল বা শালীনভাবে চলার চেষ্টা করছি। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো সর্বদা এভাবেই থাকার।"

ফ্যাশন ডিজাইনার হিসেবে স্টাডি করা রাজ রিপা জানান, ছোটবেলা থেকেই তিনি নিজের ড্রেস, মেকআপ, গেটআপ, কস্টিউম সব কিছু নিজে তৈরি করতেন। তিনি বলেন, "সবকিছু শালীনতার মধ্যে থাকা সত্ত্বেও নিজের স্টাইলটা আমি তৈরি করতে চাই। আমি যখন আমার নিজের স্টাইলটা ক্যারি করতে পারবো, তখন আমার কাছে মনে হয়েছিল যে আমি আমার চরিত্র অনুসারে ডিরেক্টরদের চাহিদা অনুযায়ীও ড্রেস আপ করতে পারবো। তবে ব্যক্তিগতভাবে, হিজাব বা বোরকা আমার খুবই পছন্দ।"

তিনি আরও বলেন, "বর্তমানে আমি ট্রাই করছি, কারণ আমার সিনেমা রিলিজ হয়েছে। আমার সবসময় মাথায় একটা প্রশ্ন কাজ করে—সিনেমার নায়িকারা কেন হিজাব স্টাইল করতে পারবে না, কেন বোরকা পরতে পারবে না? কেন অডিয়েন্সরা সমালোচনা করবে? আমার কাছে মনে হয়, শোবিজে সবাই নিজের স্টাইল শো-অফ করতে চায়, কিন্তু আমি চেষ্টা করবো শালীনতার মধ্যে নিজেকে ফুটিয়ে তুলতে।"

রাজ রিপা বলেন, "আমাদের দেশের সাংস্কৃতিক এবং ইসলামিক মানসিকতার কারণে এটি কঠিন হতে পারে, তবে আমি বিশ্বাস করি, একদিন আমি এমন স্টাইল নিয়ে আসবো, যা অন্য মেয়েরা ফলো করবে।" তিনি আরও যোগ করেন, "আমি যখন হিজাব বা বোরকা স্টাইল করবো, তখন অন্য দশটা মেয়ে বলবে, 'আমাদের সিনেমার নায়িকা যদি এমন শালীনভাবে স্ক্রিনে আসতে পারে, তাহলে আমরা কেন পারব না?'"

রাজ রিপা বলেন, "আমার হিজাব স্টাইল বা বোরকা পরা আসলে আমার মনের শান্তির জন্য। আমি এই স্টাইলটা আরও দশটা মেয়ের কাছে পৌঁছাতে চাই। আমি দেখেছি, অনেক মেয়েরা হিজাব ও বোরকা পরছে এবং সেটা খুব ভালোভাবে ক্যারি করছে।"

এছাড়া, রাজ রিপা স্পোর্টস হিজাব পরিধান করে স্পোর্টসে, গান এবং নাচে অংশ নেওয়া আন্তর্জাতিক উদাহরণও উল্লেখ করেন, যা তাকে অনুপ্রাণিত করেছে।


সূত্র: https://www.youtube.com/watch?v=eJzvM-QcwXI

আবীর

×