
ছবি: সংগৃহীত
নেক্সাস টেলিভিশনের এক টকশোতে প্রথম প্রেমের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন ব্র্যান্ড প্রোমোটার বারিশ হক। স্মৃতিচারণা করতে গিয়ে তিনি জানান, তাঁর প্রথম ভালোবাসার মানুষটির সঙ্গে দেখা হতো দূরত্ব বজায় রেখে, যা ছিল তাঁর কাছে সবচেয়ে রোমান্টিক মুহূর্ত।
বারিশ হক বলেন, “কাছে আসা, হাত ধরা বা পাশে দাঁড়ানোর সাহস কখনো হয়নি। শুধু দূর থেকে দেখা— এটাই আমার কাছে সবচেয়ে রোমান্টিক ছিল।”
উপস্থাপিকা যখন জানতে চান, সেই ব্যক্তি কি তাঁর সাবেক স্বামী ছিলেন, তখন বারিশ জানান, এটি তাঁরও আগে ছিল— তাঁর প্রথম বয়ফ্রেন্ড, যাকে তিনি নবম বা দশম শ্রেণীতে পড়ার সময় ভালোবেসেছিলেন।
তিনি অকপটে জানান, সেই সম্পর্ক টেকেনি, এমনকি পরবর্তী সময়ে তাঁর প্রথম বিয়েও স্থায়ী হয়নি।
আবীর