
ছবি: সংগৃহীত
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ডাক্তারি পড়াশোনা করেও কেন মিডিয়ায় কাজ করছেন—এমন প্রশ্নের জবাবে অকপট উত্তর দিলেন তিনি। শৈশব থেকেই অভিনয়ের প্রতি ভালোবাসা থাকলেও পরিবারের চাপে সে স্বপ্ন দীর্ঘদিন চেপে রেখেছিলেন।
"ছোটবেলায় মীনা কার্টুনে মীনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি কি সিনেমার নায়িকা হতে চাও? আমি যদি ওর জায়গায় থাকতাম, নিশ্চয়ই বলতাম হ্যাঁ! কিন্তু তখন বাবা-মাকে সাহস করে সেটা বলতে পারিনি," বলছিলেন চমক।
ইন্টারমিডিয়েটের পর নিজের প্রতি সত্য হয়ে তিনি অভিনয়কেই নিজের শিল্প হিসেবে বেছে নেন। তবে পরিবার থেকে সবসময় সমর্থন পাননি। চমকের ভাষায়, "এখনও পর্যন্ত আমার বাবা খুব একটা সাপোর্টিভ না। তিনি শেষবার খুশি হয়েছেন আমার বিয়ের পর।"
আবীর