
রিফাত চৌধুরী, মিম চৌধুরী ও মুকিত জাকারিয়া
আরটিভিতে চলতি প্রচার ধারাবাহিক নাটক ইউএসবিতে এই প্রথম তিন অভিনয় শিল্পী। এরা হলেন- রিফাত চৌধুরী, মিম চৌধুরী ও মুকিত জাকারিয়া। নাটকটি রচনা ও পরিচালনা করছেন এই প্রজন্মের নাট্যকার ও নাট্যনির্মাতা মাইদুল রাকিব। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে রিফাত চৌধুরী বলেন, আমিতো এখন খুব বেশি নাটকে অভিনয় করি না।
যাদের সঙ্গে কাজের বোঝাপড়াটা চমৎকার এবং যাদের গল্পের প্রতি আমার আস্থা আছে তাদের নাটকেই অভিনয় করি। মাইদুল রাকিবের লেখার হাত ভালো। বুঝে শুনে বেশ চমৎকার নির্দেশনা দেয়। যে কারণে তার নির্দেশনায় ‘ইউএসবি’ নাটকে অভিনয় করে ভালো লাগছে। নাটকটি এরইমধ্যে দর্শকের মাঝে বেশ সাড়াও ফেলেছে। আশা করছি নাটকটির আরও জনপ্রিয়তা বাড়বে। মুকিত জাকারিয়া বলেন, আমি বেশকিছু ধারাবাহিকে কাজ করছি।
তারমধ্যে ‘ইউএসবি’ নাটকটি আমার ভালো লাগার একটি। সত্যি বলতে কী একটি নাটকের গল্পই হলো প্রাণ। আমার কাছে মনে হয় মাইদুল রাকিবের লেখা এই নাটকটির গল্পটাই প্রাণ। যে কারণে দর্শক বেশ আগ্রহ নিয়ে নাটকটি দেখছেন। আর সবার সঙ্গে একসঙ্গে অভিনয় করতেও বেশ ভালো লাগে। মিম চৌধুরী বলেন, নাটকের আমার যারা সহশিল্পী তাদের সঙ্গে আগেও নাটকে কাজ করেছি।
যে কারণে এই ধারাবাহিকে ভীষণ স্বাচ্ছন্দ্যতা নিয়েই কাজ করছি। তাছাড়া মাইদুল রাকিব ভীষণ যতœ নিয়েই নাটক নির্মাণ করে। বেশ পরিপাটি গুছানো তার টিম। ‘ইউএসবি’ নাটকটির জন্য এই নাটকের শিল্পীরা বেশ ভালো সাড়া পাচ্ছেন। আগামীতে আরও দর্শকপ্রিয় হয়ে উঠবে এই নাটকটি এটা আমার বিশ্বাস। ধন্যবাদ ইউএসবি-ও পুরো টিমকে।
মিমের শ্বশুরের চরিত্রে অভিনয় করছেন রিফাত চৌধুরী। মিমের স্বামীর চরিত্রে অভিনয় করছেন অভিনেতা, নাটক ও চলচ্চিত্র নির্মাতা শরাফ আহমেদ জীবন। তারই বন্ধুর চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় মডেল ও অভিনেতা মুকিত জাকারিয়া। নাটকটি যেহেতু নিয়মিত আরটিভিতে প্রচার হচ্ছে, তাই এর শূটিংও হচ্ছে নিয়মিত।