
অভিনয় শিল্পী সংঘের নতুন কমিটির শপথ গ্রহণ হয় রাজধানীর নিকেতনে সংঘের কার্যালয়ে বুধবার সন্ধ্যায়। শপথবাক্য পাঠ করান সংঘের প্রধান নির্বাচন কমিশনার অভিনেতা খায়রুল আলম সবুজ এবং নির্বাচন কমিশনার অভিনেতা ফারুক আহমেদ। গত ১৯ এপ্রিল রাজধানীর শিল্পকলা একাডেমিতে অভিনয় শিল্পী সংঘ নির্বাচন ২০২৫-২০২৮ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আজাদ আবুল কালাম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদ মামুন অপু।
শপথ নেওয়ার পর নবনির্বাচিত সভাপতি আজাদ আবুল কালাম বলেন, শিল্পীদের কল্যাণে সংগঠনের সব সদস্যদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই। অভিনয় শিল্পী সংঘ যেন দেশের সংস্কৃতি অঙ্গনের অন্যান্য সংগঠনের কাছে দৃষ্টান্ত হয়ে থাকে, অনুপ্রেরণার হয় সেই লক্ষ্যে কাজ করে যাবো আমরা। আরেকটা কথা বলতে চাই, পরিচিতি সভায় অনেকেই অনেক পরিকল্পনার কথা বলেছিলেন। কেউ কেউ নির্বাচিত হয়েছেন, কেউ কেউ নির্বাচিত হতে পারেননি। কিন্তু তাই বলে সেই পরিকল্পনা বাদ যায়নি। সেই পরিকল্পনাগুলো নিয়েই আমরা কাজ করবো আগামীতে। সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, আগামী তিনটা বছর অনেকগুলো সিচুয়েশনের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে। আমাদের এই সময় ঐক্যবদ্ধ হয়ে থাকার প্রয়োজন।
সাংবাদিক এবং অভিনয়শিল্পী আমরা একই মাধ্যমের একে অপরের পরিপূরক। সাংবাদিকরা আমাদের কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা পাবেন, সেইসাথে সাংবাদিক ভাই বোনদের কাছ থেকেও সর্বোচ্চ সহযোগিতা আশা করছি। কারণ প্রতিটা মুহূর্তে আমাদের একে অপরকে প্রয়োজন। আমাদের অগ্রজরা কিছু কাজ সম্পন্ন করে যেতে পারেননি, সেসব কাজও আমরা আনস্তরিকতা দিয়েই শেষ করব। অভিনয় শিল্পী সংঘের মূল লক্ষ্যই হচ্ছে শিল্পীদের কল্যাণে কাজ করে যাওয়া। তাই শিল্পীদের কল্যাণের জন্য যা যা করণীয় তাই করতে চাই। শিল্পী, সাংবাদিক আমরা সবাই একসঙ্গে কাজ করে যাব।
প্যানেল