ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

‘সিআইডি’ ধারাবাহিকের বিরুদ্ধে অভিযোগ

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২১:২৯, ১১ এপ্রিল ২০২৫

‘সিআইডি’ ধারাবাহিকের বিরুদ্ধে অভিযোগ

ভারতের জনপ্রিয় ধারাবাহিক ‘সিআইডি’। এই সিআইডি টিমের বিরুদ্ধে এবার এলো চুরির অভিযোগ। ভারতীয় গণমাধ্যমের খবর, এক ইউটিউবারের ভিডিও নাকি চুরি করেছে ‘সিআইডি’। এক গ্রাফিতি শিল্পী ইনস্টাগ্রামে দাবি করেন, এই শো তার কিছু ইউটিউবের ভিডিও ব্যবহার করেছে। গত সোমবার মুম্বাইয়ের সেই গ্রাফিতি শিল্পী এই কথার প্রমাণে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, ‘সিআইডি’ শো-এ তার কাজ চুরি করে ব্যবহার করা হয়েছে; যা কপিরাইট আইন ভঙ্গ করেছে। সেই শিল্পী লেখেন, আমি প্রথমে খুবই খুশি হয়েছিলাম কারণ এই শো আমরা ছোট থেকে দেখেছি। আর সেখানেই নিজের কাজ দেখতে পাওয়া ভালো বিষয়। কিন্তু খালি আমার কাজ নয়, জেলা, এলমার্টসহ আরও অনেকের কাজ ব্যবহার করা হয়েছে। এখানে মজাটা হলো নিজেরা কোনো শিল্পীকে দিয়ে কাজটা না করে ইউটিউব থেকে চুরি করে ব্যবহার করেছে।
অবশ্য আমার বেশ মজা লেগেছে এতে। এরপরই নেটিজেনরা মন্তব্য করেছেন এই পোস্টে। এক ব্যক্তি লেখেন, এদের বিরুদ্ধে পদক্ষেপ নিন। কেউ আবার মজা করে লেখেন, এরাই চোর, খুনি ধরা আর এরাই নাকি নিজেরা চুরি করছে কী কাণ্ড! তৃতীয় ব্যক্তি লেখেন, তাহলে ‘সিআইডি’ ও অপরাধ করে।

×