
তোমাদের গল্প নাটকের দৃশ্য
ঈদে ঘরে বসে ছোট পর্দায় চোখ রাখা এক প্রকার অভ্যাসেই পরিণত। ঈদ শেষ হয়েছে, কিন্তু এখনো টেলিভিশন চ্যানেলে ঈদের বিভিন্ন অনুষ্ঠানসহ নাটকের প্রতি দর্শকের আগ্রহ থেকেই গেছে। ঈদ উপলক্ষে বিটিভিসহ বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলের জন্য নির্মিত হয়েছে প্রায় ৩০০ নাটক।
কিন্তু সিনেমা এবং ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া কনটেন্ট নিয়ে যে পরিমাণ আলোচনা সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে, নাটক নিয়ে তেমন কোনো আলোচনা নেই। অনেকের মতে, এবার ঈদে সিনেমা নিয়ে আলোচনা বেশি থাকায় নাটক নিয়ে দর্শকের খুব একটা আগ্রহ দেখা যায়নি। কেউ বলছেন ঈদের ব্যস্ততা এবং টেলিভিশনে প্রচারিত নাটকে বিজ্ঞাপনের যন্ত্রণায় দর্শক নাটক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
এছাড়া ইউটিউব চ্যানেলে প্রকাশিত নাটকগুলোর দুই একটা দর্শকের মোটামুটি ভালো লাগলেও তেমন সাড়া ফেলতে পারেনি। এ বিষয়ে ডিরেক্টর গিল্ডের সভাপতি অভিনেতা শহিদুজ্জামান সেলিম গণমাধ্যমকে বলেন, এবার ঈদে সিনেমা নিয়েই বেশি আলোচনা হচ্ছে। ‘হাওয়া’ এবং ‘পরাণ’ সিনেমার সময় থেকেই এই আলোচনাটা বেশি শুরু হয়েছে সিনেমার ক্ষেত্রে। এটা খুবই ইতিবাচক দিক। তিনি বলেন, টেলিভিশনের নাটক নির্মাণে বাজেট কম।
তাই ভালো ভালো নির্মাতারা টেলিভিশন নাটক নির্মাণে কিছুটা আগ্রহ হারিয়েছেন। ইউটিউবের জন্য ভালো কিছু নাটক নির্মিত হয়েছে। সেগুলো কিন্তু দর্শক দেখছেন। আসলে টেলিভিশন আর ইউটিউব নয়, ভালো কনটেন্ট যেখানেই প্রকাশ পায় সেখানেই দর্শক দেখবে।
এবার ঈদে মোশাররফ করিম, অপূর্ব, ফারহান, জোভান, নিলয়, হিমি, তৌসিফ, তটিনী, কেয়া পায়েল, অহনা, আরশ খান, খায়রুল বাসার, ইয়াশ রোহান, সামিরা খান মাহি, তানিয়া বৃষ্টি, আইশা খানসহ অনেকে অভিনয় করেছেন ঈদের নাটকে। পারিবারিক, রোমান্টিক, কমেডি ঘরানার বেশকিছু ভালো নাটক প্রচারও হয়েছে। কিন্তু আলোচনায় আসেনি বিশেষ কোনো গল্প। তবে ইউটিউবের কয়েকটি নাটক আলোচনায় জায়গা করে নিয়েছে।
এরমধ্যে রয়েছে মোস্তফা কামাল রাজের ইউটিউব ফিল্ম ‘তোমাদের গল্প’। সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া এই ফিল্মে পাঁচ প্রজন্মের পাঁচ অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী, দিলারা জামান, সাবেরি আলম, মনিরা আক্তার মিঠু ও শিল্পী সরকার অপুকে দেখা গেছে। আরও অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, নাদের চৌধুরী, বড়দা মিঠু, এম এন ইউ রাজু, সমু চৌধুরী ও শিশুশিল্পী আয়াত।
সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া নির্মাতা হাসিব হোসাইনের ‘মন দিওয়ানা’ দর্শকের মন কেড়েছে। অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তটিনী। ফারহান, স্পর্শিয়া ও মীর রাব্বি অভিনীত ‘শেষটা তুমি’ নাটকটি সাড়া ফেলেছে। নিলয় ও হিমি অভিনীত মহিন খানের ‘টেলিফোনে বিয়ে’ নাটকটিও ভালো হয়েছে।
অপরদিকে মাছরাঙা টিভিতে সকাল আহমেদের ৭ পর্বের ‘মাধুমালা’, চ্যানেল আইতে জাকারিয়া সৌখিন পরিচালিত অপূর্ব ও নাজনীন নেহা অভিনীত টেলিফিল্ম ‘মেঘ বালিকা’ প্রশংসা কুড়িয়েছে। বরাবরের মতো বিটিভিতে প্রচারিত হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ দেখে দর্শক পরিতৃপ্ত হয়েছেন।
সংস্কৃতি প্রতিবেদক