
দর্শক মুগ্ধতায় ‘একান্নবর্তী’
একটি নাটকের প্রতিটি চরিত্রই যে দর্শককে মুগ্ধ করতে পারে তার প্রমাণ মিলেছে এবারের ঈদে প্রচারিত মহিন খান রচিত ও পরিচালিত ‘একান্নবর্তী’ নাটকটি। নাফ এন্টারটেইনমেন্ট প্রকাশিত মাত্র দুইদিনেই ২৮ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। নাটকে জীবন্ত কিংবদন্তী অভিনেত্রী দিলারা জামান মা ও দাদির চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন।
পাশাপাশি নাটকে তারিক আনাম খান, মনিরা মিঠু ও চিত্রলেখা গুহ পজিটিভ চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন। কিছুটা নেগেটিভ চরিত্রে সাবেরী আলম ও মাসুম বাশারও অনবদ্য অভিনয় করেছেন। যথারীতি এই সময়ের অন্যতম সেরা জুটি হিসেবে নিলয় হিমিও তাদের চরিত্রে অনবদ্য ছিলেন। দিলারা জামান বলেন, ‘একান্নবর্তী’ আমাদের ইতিহাস-ঐতিহ্যের গল্প নিয়ে নির্মিত নাটক। আমাদের জীবনের গল্পই উঠে এসেছে এই নাটকে। তারিক, বাশার, চিত্রা, মিঠু, সাবেরী, নিলয়, হিমি সবাই খুব ভালো অভিনয় করেছে। শুটিংয়ের সময়টাতে অনেক গরম ছিল।
কিন্তু তারপরেও সবাই ভীষণ আন্তরিকতা নিয়ে কাজটি করেছে। আসলে আমরা সবাই একটি পরিবারের মতো হয়েই কাজ করি। মহিন খান বলেন, আমি বিশেষত কৃতজ্ঞ শ্রদ্ধেয় দিলারা মায়ের প্রতি। কারণ আশির ঊর্ধ্ব বয়সেও তিনি এখনো যে শ্রম দেন তাকে স্যালুট জানাই। পাশাপাশি অন্যান্য শিল্পীর প্রতিও আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা রইল। কারণ সবার সমন্বয়েই এই কাজটি এত ভালো হয়েছে, দর্শকের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। দর্শক এখনো যে পারিবারিক গল্পের নাটক মন দিয়ে দেখতে চান একান্নবর্তী তা আবারও প্রমাণ করল।