ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

‘পাগল ছাড়া দুনিয়া চলে না’ আজ

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫৮, ৫ এপ্রিল ২০২৫

‘পাগল ছাড়া দুনিয়া চলে না’ আজ

সোহাগ চৌধুরী

আরটিভিতে আজ শনিবার রাত সাড়ে ৯টায় প্রচার হবে ঈদের বিশেষ নাটক ‘পাগল ছাড়া দুনিয়া চলে না’। এটি রচনা করেছেন রাহুল রাজ এবং পরিচালনা করেছেন সোহাগ চৌধুরী। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরশ খান, রুকাইয়া জাহান চমক, রকি খান প্রমুখ।

পরিচালকের ভাষ্যমতে নাটকটির গল্পটা এমন- সোহানা দেশের বাইরে থেকে লেখা-পড়া শেষ করে দেশে এসেছে। বাসায় আসার পর থেকে সোহানার কোনো কিছুই ভালো লাগে না। পরিবার, সমাজ সব কিছুই বিরক্তিকর। বাসায় সব সময় জবাবদিহিতার মধ্যে থাকতে হয়। একসময় সোহানা সুইসাইড করার সিদ্ধান্ত নেয়। সোহানা একটি ব্রিজ থেকে লাফ  দেবে এমন সময় তাকে একটি ছেলে  ডেকে বলে, আপনার  কি হয়েছে, আপনি কি সুইসাইড করতে চান?

আমার কাছে আসেন আমি আপনাকে সহযোগিতা করব। সোহানা ছেলেটির কাছে যায় তাকে বলে আপনি এভাবে চেঁচিয়ে কথা বলছেন কেন? আপনার  চেঁচানোর জন্য আশেপাশের সবাই বুঝে ফেলছে যে আমি সুইসাইড করতে আসছি আর আমি সুইসাইড করতে পারছি না। ছেলেটির সঙ্গে সোহানার পরিচয় হয়। ছেলেটির নাম আতিক। ছেলেটি সোহানাকে  শেখায় কিভাবে কষ্ট দূর করতে হয়।

×