
ঈদুল ফিতর উপলক্ষে বৈশাখী টেলিভিশনের আয়োজনে থাকছে মোট ২৭টি নাটক। এর মধ্যে ১৫টি একক, ৭ পর্বের ৫টি ধারাবাহিক এবং ৭টি মেগা নাটক। একক নাটকগুলো প্রচার হবে প্রতিদিন রাত ৮টা ১৫ মিনিটে এবং ৯টা ৫৫ মিনিটে। একক নাটকের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি অভিনীত ‘টোনাটুনির সংসার’, খায়রুল বাসার, সাফা কবির অভিনীত ‘প্রেম অথবা মায়া’, তৌসিফ, কেয়া পায়েল অভিনীত ‘কামিনা আমিনা’, খায়রুল বাসার, তানজিন তিশা অভিনীত ‘মন খারাপের ঘর’, রাশেদ সীমান্ত, অলংকার চৌধুরী, সঞ্চিতা দত্ত অভিনীত ‘প্রেমের ফুল ফোটেনা’। ঈদের ৫টি ৭ পর্বের ধারাবাহিকের মধ্যে উল্লেখযোগ্য হলো- আল হাজেনের পরিচালনায় রাশেদ সীমান্ত-অহনা রহআন অভিনীত ‘লন্ডনী জামাই’, ফরিদুল হাসানের পরিচালনায় জাহের আলভী-পারজানা আহসান মিহি অভিনীত ‘মানি লোকের মান’, হাসান জাহাঙ্গীরের পরিচালনায় কাজী হায়াৎ, ওমর সানী, ডন, হাসান জাহাঙ্গীর অভিনীত ‘ব্ল্যাকমানি’। প্রতিদিন রাত ১১টা ৪০ মিনিট প্রচার হবে ৭টি মেগা নাটক। উল্লেখযোগ্য নাটকগুলো হলো- শিপন মিত্র, আঁচল আখি, মানসী প্রকৃতি অভিনীত ‘কুবের মাঝি’, ইরফান সাজ্জাদ, নাবিলা ইসলাম অভিনীত ‘সাহেব বিবি গোলাম’, আরফান আহমেদ-মৌটুসী বিশ্বাস অভিনীত ‘আমি মানুষ’, সজল- নাদিয়া মিম অভিনীত ‘হৃদয়ে তুমি’।