ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

বাংলাতেই হোক কথা, বাংলাতেই হোক প্রেম-কেন বলেছেন মধুমিতা?

প্রকাশিত: ০১:০৩, ২২ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাতেই হোক কথা, বাংলাতেই হোক প্রেম-কেন বলেছেন মধুমিতা?

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার, যিনি তার গুণ ও অভিনয়ের জন্য সবার কাছে পরিচিত, সম্প্রতি এক ভিডিও বার্তায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে তার শুভেচ্ছাবার্তা শুধু অভিনয় জগতের মানুষদের জন্য নয়, বরং সাধারণ মানুষের জন্যও ছিল বিশেষ। মধুমিতা তার ভিডিওতে বলেন, “বাংলা ভাষা, আমার ভাষা। সবচেয়ে মিষ্টি ভাষা। সকলকে জানাই ভাষা দিবসের অনেক শুভেচ্ছা। আজ বাংলাতেই হোক কথা, বাংলাতেই হোক গান। আর হ্যাঁ, বাংলাতেই হোক প্রেম।”


এই ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে তাকে শুভেচ্ছা জানাতে শুরু করেন তার অনুরাগীরা। এক নেটিজেন মন্তব্য করেন, "আমাদের মাতৃভাষা বাংলা ভাষা খুবই মিষ্টি। সবাইকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা।” অন্য একজন আবার লিখেছেন, “শুভ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।”


মধুমিতার এই ভিডিও বার্তাটি যখন সামনে আসে, তখন অনেকেই মনে করেন যে, এটি তার স্বাধীনতা দিবস উপলক্ষে করা ভুল বানান নিয়ে সমালোচনার পরবর্তী প্রতিক্রিয়া। স্বাধীনতা দিবসের সময় মধুমিতা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে কিছু বানান ভুল করেছিলেন। তিনি লিখেছিলেন, “স্বাধীনতা দিবেস একটি প্রার্থণা, নিঃশ্বাসটুকু যেন স্বাধীন ভাবে নিতে পারি আমাদের ভারতবর্শে।” এই বানান ভুলের জন্য টলিপাড়ার আরেক অভিনেতা ঋদ্ধি সেন তাকে তীব্রভাবে কটাক্ষ করেছিলেন। 


এখন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তার নতুন বার্তা দিয়ে মধুমিতা যেন এই সমস্ত সমালোচনাকে পিছনে ফেলেছেন। বাংলা ভাষার প্রতি তার গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা মধুমিতা তাঁর বার্তায় প্রকাশ করেছেন এবং সমস্ত মানুষকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। তার অনুরাগীরা এই বার্তায় তাকে প্রশংসিত করেছেন, এবং বাংলা ভাষার প্রতি ভালোবাসা জাহির করেছেন।
মধুমিতার এই শুভেচ্ছাবার্তা তার অনুরাগীদের মধ্যে নতুন এক শক্তি এবং গর্বের অনুভূতি সৃষ্টি করেছে। "বাংলাতেই হোক কথা, বাংলাতেই হোক গান, বাংলাতেই হোক প্রেম"- এই কথাটি যেন তার প্রত্যেক অনুরাগীর মনে গেঁথে গিয়েছে।

 

আফরোজা

×