
প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে আজ প্রকাশ হবে নতুন নাটক ‘তোমার সাথেই শুরু।
সাফা কবীর ও খাইরুল বাসারের অনবদ্য অভিনয় সমৃদ্ধ এ নাটকটি বেলা ৩ টায় রিলিজ হচ্ছে। এটি পরিচালনা করেছেন সেরনিয়াবাত শাওন। নাটকটি প্রযোজনা করেছেন জামাল হোসেন।
নির্মাতা বলেন, এ নাটকে খায়রুল ও সাফার অভিনয়ে দর্শক মুগ্ধ হবেন। দারুণ একটা গল্প নিয়ে কাজ করেছি। ভালোবাসার এ মাসে দর্শক সুন্দর একটি ভালোবাসার গল্প দেখবে এ নাটকে।