![ভালোবাসা দিবসের নাটকে নীহা ভালোবাসা দিবসের নাটকে নীহা](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/bino-3-2502111534.jpg)
নীহা
আসছে ভ্যালেন্টাইন ডেতে সিএমভির ইউটিউবে চ্যানেলে প্রকাশ পাচ্ছে জাকারিয়া সৌখিন রচিত ও পরিচালিত ভালেন্টাইন ডের বিশেষ নাটক ‘মন দুয়ারী’। এতে নীহা অভিনয় করেছেন বাংলাদেশের নাটকপ্রেমী দর্শকের এই সময়ের সবচেয়ে প্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এই নাটকে দর্শক নতুন এক নীহাকে দেখবেন, জানালেন নীহা নিজেই। নির্মাতা জাকারিয়া সৌখিন তাকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করেছেন।
শুধু তাই নয়, এই নাটকে অপূর্বকেও দর্শক একেবারেই ভিন্নরূপে দেখা যাবে। গল্পটাও চমৎকার, বললেন নীহা। লোকেশন, সিনেমাটোগ্রাফি, শিল্পীদের অভিনয়, গল্প-সবমিলিয়ে আশা করা যাচ্ছে ‘মন দুয়ারী’ হতে যাচ্ছে এবারের ভ্যালেন্টাইন ডের সবচেয়ে আলোচিত দর্শকপ্রিয় নাটক। তাই নীহার মনের মধ্যেও এক ধরনের উচ্ছ্বাস আনন্দ কাজ করছে। নাজনীন নীহা বলেন, অনেক আগে থেকেই আমি অপূর্ব ভাইয়ের অভিনয়ের একজন ভক্ত।
তার অভিনীত নাটকগুলো আমার ভীষণ ভালো লাগত। তাই যখন থেকে নিয়মিত অভিনয় করা শুরু করি তখন থেকেই স্বপ্ন ছিল অপূর্ব ভাইয়ার সঙ্গে অভিনয় করার। অবশেষে সৌখিন ভাই এবং সিএমভি আমাকে সেই সুযোগ করে দিয়েছে। যে কারণে আমি বিশেষভাবে কৃতজ্ঞ সৌখিন ভাইয়ার কাছে।