ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

একই অভিনেত্রীর কাছে কেন বার বার ফিরতে চান না বলি পরিচালকেরা? স্পষ্ট মত জানালেন ফতিমা

সংস্কৃতি ডেস্ক:

প্রকাশিত: ১৬:০১, ১০ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৬:০২, ১০ ফেব্রুয়ারি ২০২৫

একই অভিনেত্রীর কাছে কেন বার বার ফিরতে চান না বলি পরিচালকেরা? স্পষ্ট মত জানালেন ফতিমা

ফতিমা সানা শেখ


 

 চলতি বছর অন্য ধরনের চরিত্রে দর্শকের সামনে উপস্থিত হতে চলেছেন ফতিমা সানা শেখ। ইন্ডাস্ট্রিতে অভিনেতা বনাম অভিনেত্রী বৈষম্যের প্রসঙ্গে মতামত জানালেন তিনি।
অভিনেত্রী ফতিমা সানা শেখ তার অভিনয়গুপই নিজস্ব দর্শকবৃত্ত তৈরি করতে সক্ষম হয়েছেন। সম্প্রতি বেশ কয়েকটি ছবির কাজ শেষ করেছেন ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী। চলচ্চিত্র জগতে পুরুষ অভিনেতাদের সঙ্গে বার বার কাজ করতে চান পরিচালকেরা। কিন্তু অভিনেত্রীদের সঙ্গে এমনটা সাধারণত ঘটে না। যদিও ফতিমার সঙ্গে দু’বার কাজ করেছেন পরিচালক অনুরাগ বসু। সম্প্রতি এই প্রসঙ্গে অভিনেত্রী তার বক্তব্য জানিয়েছেন।
মুক্তির অপেক্ষায় ফতিমা অভিনীত ছবি ‘আপ জ্যায়সা কোই’। এই ছবিতে অভিনেত্রীর বিপরীতে রয়েছেন আর মাধবন। অন্য দিকে সম্প্রতি অনুরাগ পরিচালিত ‘মেট্রো ইন দিনো’ ছবিটির শুটিং শেষ করেছেন ফতিমা। এর আগে অনুরাগেরই ‘লুডো’ ছবিতে অভিনয় করেছিলেন অভিনেত্রী। ফতিমা বলেন, আমি তো দাদাকে বলেই দিয়েছি, তার যে কোনও ছবিতে যেন আমার জন্য একটা ছোট চরিত্র হলেও রাখেন। আমি অভিনয় করতে রাজি।
ইন্ডাস্ট্রিতে মূলত তারকা অভিনেতাদের সঙ্গেই পরিচালকেরা বার বার কাজ করতে চান। অভিনেত্রীদের ক্ষেত্রে সেটা হয় না কেন? প্রশ্নের উত্তরে ফতিমা বলেন, কারণ অভিনেতারা ব্যবসা দিতে পারেন। শাহরুখ খানের ছবি বেশি ব্যবসা করে, কারণ তার নিজস্ব দর্শক সব থেকে বেশি। ফতিমা বিশ্বাস করেন, তারকার সঙ্গেই ছবির ব্যবসা জড়িয়ে থাকে। তাই পরিচালকেরাও সে দিকটা বিচার করেন।


ফতিমা মনে করেন, ইন্ডাস্ট্রিতে নির্ভরযোগ্য মহিলা অভিনেত্রীদের সংখ্যাও কম। অভিনেত্রীর কথায়, কঙ্গনা রনৌত, দীপিকা পাড়ুকোন এবং আলিয়া ভট্ট রয়েছেন। কিন্তু সংখ্যাটা তো কম। তাই আমাদের বার বার আমাদের ব্যবহার করা হয় না। ফতিমার বিশ্বাস, যে দিন থেকে তাদের মতো অভিনেত্রীর ছবি দেখতে দর্শক নিয়মিত প্রেক্ষাগৃহে আসবেন, সে দিন থেকে পরিচালকেরাও তাদের নিয়ে বার বার কাজ করতে উৎসাহী হবেন।
 

গৌতম/সাজিদ

×