ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

ভালোবাসা দিবসে আনিকা আইরার নাটক

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৯, ২৮ জানুয়ারি ২০২৫

ভালোবাসা দিবসে আনিকা আইরার নাটক

আনিকা আইরা

বাংলাদেশের নাট্যাঙ্গনে একেবারেই এই প্রজন্মের বেশ কয়েকজন নবাগত অভিনয়শিল্পী নিজেদেরকে অভিনেতা অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তাদের মধ্যে কেউ কেউ বেশ ভালো করছেন। সেই ভালো করার দলের মধ্যে আনিকা আইরা একজন। যার পুরো নাম আনিকা বিনতে কামাল আইরা। পড়ছেন ঢাকার একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে ইংরেজি সাহিত্যে।

অভিনয়ের প্রতি ভীষণ ভালো লাগা নিয়ে আজ থেকে কয়েকবছর আগে মিডিয়াতে ফটোশূট, মডেলিং দিয়ে আনিকা আইরার কাজ শুরু। সম্প্রতি শেষ করেছেন মো. ফরিদ উদ্দিন ও স্বপ্নীল চক্রবর্তীর গল্পে নাটক ‘কাঠ গোলাপের বিয়ে’। এটি নির্মাণ করেছেন মো. ফরিদ উদ্দিন। নাটকটি আগামী ভালোবাসা দিবসে প্রচারে আসবে বলে নিশ্চিত করে আনিকা আইরা বলেন, ধন্যবাদ জানাই রাজ ভাইকে, তার কারণেই অভিনয়ের দুনিয়ায় আমার সুন্দর যাত্রা।

তার নির্দেশিত দুটি নাটকে অভিনয় করেই প্রথমদিকে অর্থাৎ ২০২২ সালে বেশ সাড়া পেয়েছিলাম। এর পরের নাটকগুলোর জন্যও খুব সাড়া পেয়েছি। তবে ‘কাঠ গোলাপের বিয়ে’ নাটকটির গল্প এবং আমার চরিত্র এক কথায় অন্যরকম। গল্পটাই আসলে এত চমৎকার যে শূটিংয়ের সময় নিজের চরিত্রেই ভীষণ মগ্ন ছিলাম আমি। শূটিংয়ের পরেও যেন চরিত্রটিতে ডুবে ছিলাম। যে কারণে এই নাটকটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।

সত্যি বলতে কী এখন অভিনয়ের প্রতি আমি আরও বেশি মনোযোগী। সিনিয়র শিল্পীদের কাছে থেকে অভিনয় শেখারও প্রবল আগ্রহ থাকে আমার। জানি না আগামীটা কেমন, তবে একজন সু-অভিনেত্রী হবারই প্রবল ইচ্ছে আমার, স্বপ্ন আমার। সকলের দোয়া চাই, সহযোগিতা চাই।

×