মেহেরুন্নেসা মিমি। মডেলিং দিয়ে বাংলাদেশের মিডিয়াতে তার যাত্রা শুরু। পরবর্তীতে ঢাকার মেয়ে মিমি নাটকেও অভিনয় করেছেন। তার অভিনীত বেশকিছু নাটক দর্শকপ্রিয়তা পেয়েছে। বিগত পাঁচ বছর যাবৎ তিনি স্বপ্ন দেখে আসছিলেন একটি ক্লথিং স্টুডিও দেওয়ার। অবশেষে তার সেই স্বপ্ন পূরণ হলো। গত শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভারের শপ নং ৩০৩৭-এ ক্লথিং স্টুডিও বাই মেহেরুন নামের প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। মিমি বলেন, অভিনয় করার খুব শখ ছিল আমার। সেই স্বপ্ন পূরণে যে সকল শ্রদ্ধেয় পরিচালক আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা রইল আমার অভিনীত সকল নাটকের সহশিল্পীদের প্রতিও। তবে আমার ভীষণ ইচ্ছা ছিল একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করার। বিগত পাঁচটি বছর ধরে আমি এর পেছনে কাজ করে আসছি। অবশেষে আমার সেই স্বপ্ন পূরণ হলো। আমার এই যাত্রা শুরুর শুভক্ষণে আমি বিশেষ করে কবীর টুটুল ভাইকে পাশে পেয়েছি। তার প্রতি কৃতজ্ঞ আমি।
আন্তরিক ধন্যবাদ জানাই স্বপ্ন ফুফু, তমাল মাহবুব ভাই, এনিলা আপু ও ইলাকে। তারা আমাকে এসে শুভ কামনা জানালেন, অনুপ্রেরণাও দিয়ে গেলেন। এটা আমার জন্য সত্যিই অনেক ভালোলাগার ছিল। সবাইকে আমার ক্লথিং স্টুডিও বাই মেহেরুনের পাশে থাকার বিনীত অনুরোধ রইল।