আধ্যাত্মিক জনপদ ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে প্রথমবারের (২৩ জানুয়ারি) মত অনুষ্ঠিত হয়েছে মঞ্চ নাটক "পাখিদের বিধানসভা"। পারস্যের প্রখ্যাত সূফি কবি ও দার্শনিক হজরত ফরিদ উদ্দিন আত্তার রহমতুল্লিল আলাহির রচিত নাটক মঞ্চস্থ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এণ্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে গতকাল সন্ধ্যায় শুরু হয় নাটকটি।
বহুমাত্রিক গবেষণার মাধ্যমে সৃজিত পাখিদের বিধানসভা নামের ২ ঘন্টা দৈর্ঘ্যের নাটকটিতে উঠে আসে মানুষের মধ্যে না পাওয়া, অপূর্ণতা, দুঃখ, অতৃপ্তি, আত্তার মিলনের মোহ।
দারুল ইরফান রিচার্স ইনস্টিটিউট ও ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার এণ্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত মঞ্চ নাটকটির শুরুর আগে স্বাগত বক্তব্য দেন,
দরবারে গাউসুল আজম মাইজভান্ডারীর সাজ্জাদানশীন ও দারুল ইরফান রিচার্স ইনস্টিটিউটের ম্যানেজিং ট্রাষ্টি সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী। গাউসুল আজম হজরত মাওলানা শাহসূফী সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারীর ১১৯ তম পবিত্র ওরশ শরীফ উপলক্ষে দশদিন ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ভাবগাম্ভীর্যপূর্ণ এ মঞ্চ নাটকটি উপভোগ করেন চট্টগ্রাম শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ সহ মাইজভান্ডার ওরশ শরীফে আগত অসংখ্য ভক্তবৃন্দ। মাইজভান্ডার শাহ্ এমদাদীয়া ময়দানে এ মঞ্চ নাটকটি মঞ্চস্থ হয়৷
সাজিদ