ওমর সানী
প্রথমবারের মতো ওয়েবসিরিজে কাজ করলেন চিত্রনায়ক ওমর সানী। আপাতত ওয়েবসিরিজটির নাম ‘ব্ল্যাক মানি’। এরই মধ্যে ওমর সানী রাজধানীর ইস্কাটনের একটি শূটিং হাউজে শূটিংয়ে অংশ নিয়েছেন। এতে অভিনয় প্রসঙ্গে ওমর সানী বলেন, প্রথমবার আমি কোনো ওয়েবসিরিজে কাজ করেছি। একটি থ্রিলারধর্মী গল্পের ওয়েবসিরিজ এটি। আর শ্রদ্ধেয় কাজী হায়াৎ ভাইয়ের সঙ্গে এর আগে বহু সিনেমাতে অভিনয় করেছি। তবে হায়াৎ ভাইয়ের সঙ্গে অনেকদিন পর কাজ হওয়ায় বেশ ভালো লেগেছে। এখন পুরো বিষয়টা আসলে সম্পাদনার ওপর নির্ভর করছে। ঠিকঠাক মতো সম্পাদনা হলে, আশা করছি কাজটি ভালো হবে। স্টার অ্যাড প্রযোজিত ওয়েবসিরিজটি শীঘ্রই প্রচারে আসবে বলে জানিয়েছেন পরিচালক। ওয়েবসিরিজটির গল্প রচনা করেছেন পরিচালক নিজেই। সিরিজটিতে আরও অভিনয় করছেন সাব্বির আহমেদ, আশরাফ কবিরসহ অনেকে।
ওমর সানী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ইকবাল আহমেদ পরিচালিত ‘ ডেড বডি’। এর পর আর নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি ওমর সানীর। এদিকে ওমর সানী তার নিজস্ব প্রযোজনা সংস্থা নিয়েও ভাবছেন। ইচ্ছা আছে নতুন কিছু ভালো গল্পের নাটক কিংবা ওয়েবফিল্ম নিমাণের। প্রিয়দর্শিনী মৌসুমী দেশে ফিরলেই তার সঙ্গে চূড়ান্ত আলাপ করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।