তুষার খান ও ফারজানা চুমকি
গুণী অভিনেতা তুষার খান ও নন্দিত অভিনেত্রী ফারজানা চুমকি একটি ধারাবাহিক নাটকে একসঙ্গে অভিনয় করছেন। মুরাদ পারভেজ পরিচালিত নাটক ‘স্মৃতির আল্পনা আঁকি’। নাটকটিকে চুমকির মায়ের বন্ধুর চরিত্রে অভিনয় করছেন তুষার খান। এর আগেও তুষার খান ও চুমকি একসঙ্গে নাটকে অভিনয় করেছেন। তবে সেসব নাটকের কোনোটাই আপাতত ইউটিউবেও পাওয়া যাচ্ছে না। ‘স্মৃতির আল্পনা আঁকি’তে দীর্ঘদিন ধরেই অভিনয় করছেন তারা দু’জন।
এই নাটকটিতে অভিনয় করেও বেশ ভালো সাড়া পাচ্ছেন তুষার-চুমকি। তুষার খান বলেন, গল্পের প্রয়োজনে এখনো স্মৃতির আল্পনা আঁকি ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছি। গল্পের প্রয়োজনেই মূলত দেশের বাইরে থেকে এই নাটকের গল্পের সঙ্গে সম্পৃক্ত হওয়া। আমার চরিত্রের নাম সাজ্জাদ। আমি চুমকির মায়ের এক সময়ের প্রেমিকের চরিত্রে অভিনয় করছি। এক দশক পর মুরাদের পরিচালনায় এই নাটকে অভিনয় করছি আমি। তার সঙ্গে কাজ করতে সবসময়ই আমার ভালো লাগে। ভীষণ আন্তরিকতা নিয়ে কাজ করে মুরাদ। চুমকির সঙ্গেও দীর্ঘদিন পর আসলে এই ধারাবাহিকে আমার অভিনয় করা।
চুমকি অত্যন্ত গুণী একজন অভিনেত্রী। আজ তার জন্মদিন, এটাও আমি অবগত আছি। তাই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। অনেক অনেক শুভ কামনা চুমকি। তুমি ভালো থাকো, সুস্থ থাকো, অনেক দোয়া।’ চুমকি বলেন, ‘তুষার ভাই আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ। শিল্পী হিসেবে তিনি নিঃসন্দেহে ভীষণ গুণী একজন শিল্পী। তার সঙ্গে এর আগেও অনেক নাটকে কাজ করেছি। স্মৃতির আল্পনা আঁকি ধারাবাহিকে তাকে পেয়েও ভীষণ ভালো লাগল। আমরা কাজটা ভীষণ উপভোগ করছি। মুরাদকে ধন্যবাদ তুষার ভাইয়ের সঙ্গে কাজ করার সুযোগ করে দেবার জন্য। আর আজ আমার জন্মদিন, সবাই আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন।’ এদিকে এরইমধ্যে সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়ম-ের পরিচালনায় একটি একক নাটকের কাজ শেষ করেছেন চুমকি।