ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ইয়াশের সাথে প্রেমের গুঞ্জন:যা বললেন তটিনী

প্রকাশিত: ১৩:৫৪, ২৪ সেপ্টেম্বর ২০২৪

ইয়াশের সাথে প্রেমের গুঞ্জন:যা বললেন তটিনী

ইয়াশ ও তটিনী

একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমের গুঞ্জন—ব্যাপারটা নতুন নয়, বরং বহু পুরোনো। বিশেষ করে, কোনো জুটি ঘনঘন একসঙ্গে কাজ করলে তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে চর্চা হওয়াটা খুবই স্বাভাবিক। তেমনই দশা হয়েছে ছোটপর্দার অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীর। অভিনেতা ইয়াশ রোহানের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে তার। যদিও এই অভিনেত্রী বলেছেন, ইয়াশের সঙ্গে কেবলই ভালো বন্ধুত্বের সম্পর্ক তার, সেটা প্রেম নয়।

এ নিয়ে সম্প্রতি একটা সাক্ষাৎকারে খোলাখুলি কথা বলেছেন টিভি নাটকের এই সময়ের পরিচিত মুখ তটিনী। সেখানে চলচ্চিত্র ও নাট্য অভিনেতা ইয়াশ রোহানকে তিনি নিজের ‘ক্রাশ’ হিসেবে উল্লেখ করেছেন। জানিয়েছেন তাদের সম্পর্কের প্রকৃতি সম্পর্কে। আরও জানিয়েছেন ইয়াশের সঙ্গে কাজের অভিজ্ঞতা সম্পর্কেও।

তটিনী জানান, ইয়াশের সঙ্গে কেবলই তার বন্ধুত্বের সম্পর্ক। সেটা প্রেম নয। অভিনেত্রী বলেন, ‘ইয়াশের সঙ্গে প্রথম দেখার অনুভূতি বলতে গেলে, ইয়াশ রোহান ইজ টুবি মাই ক্রাশ। ২০১৮ সালে তার সিনেমা ‘স্বপ্নজাল’ যখন মুক্তি পেল, তখন তাকে পর্দায় দেখে ভেবেছিলাম কলকাতার। কিন্তু পরে দেখি না ছেলেটি বাংলাদেশি। দেখতে সুন্দর ও ব্যক্তিত্বসম্পন্ন মানুষ।’ক্রাশের সঙ্গে কাজের অভিজ্ঞতা সম্পর্কে তটিনী বলেন, ‘যখন আমি জানতে পারলাম তার (ইয়াশ) বিপরীতে আমকে অভিনয় করতে হবে, তখন অন্যরকম অনুভূতি হচ্ছিল। বলা যায়, বাটারফ্লাই ইন দ্য ইমাজ। আসলে তার সঙ্গে কাজ করতে গিয়ে কিছুটা লজ্জা অনুভব করছিলাম। তার কারণ সে আমার ক্রাশ। একই সঙ্গে কিছুটা নার্ভাস ছিলাম।’

অভিনেত্রী আরও বলেন, ‘ইয়াশ অনেক ভালো অভিনেতা। সেই তুলনায় আমি মাত্রই যাত্রা শুরু করেছি। তবে তিনি খুবই ভালো সহকর্মী। যার জন্য আমি দ্রুত তার সঙ্গে নিজেকে মানিয়ে দিতে পেরেছি।’

এর আগে গত মার্চে তটিনীর সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখে পড়েন ইয়াশকেও। সে সময় একটি ছবি নজরে আসে নেটিজেনদের। যেটি ইয়াশ এবং তটিনী দুজনেই তাদের ফেসবুকে শেয়ার করেছিলেন। ওই ছবিতে দেখা যায়, রোমান্টিক দৃষ্টি দিয়ে ইয়াশের দিকে তাকিয়ে আছেন তটিনী। অন্যদিকে, ইয়াশ তটিনীকে দূরের কিছু দেখাচ্ছেন। ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘সেখানে লেখা, ‘ওহে কী করিলে বলো পাইবো তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে।’

এই ছবি আর তটিনীর সঙ্গে সম্পর্ক নিয়ে সে সময় ইয়াশ বলেছিলেন, ‘দর্শক হয়তো সম্পর্কের বিষয়ে অনেক কিছু ভাবছেন। অনেকেই অনেক কিছু ভাবেন। কিছুদিন আগে একটি নাটকের প্রচারণার পর একটি ছবি ঘিরে আবার নতুন করে আমাদের সম্পর্ক নিয়ে এমন কিছু ভাবছেন। কিন্তু সব সময়ই আমরা নিজেদের জায়গা থেকে সবকিছু পরিষ্কার করে দিই।’

দিবা

×