ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১

এবার ‘রঙ্গের পাগল’-এ চিত্রনায়িকা রত্না

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩০, ২২ সেপ্টেম্বর ২০২৪

এবার ‘রঙ্গের পাগল’-এ চিত্রনায়িকা রত্না

রত্না

প্রথম দীর্ঘ এক ধারাবাহিক নাটকে অভিনয় করছেন চিত্রনায়িকা রত্না। নাটকের নাম ‘রঙ্গের পাগল’। নাটকটি নির্মাণ করছেন পাতলা খান। তবে রত্না জানান, তার অভিনীত দুটি সিনেমার কাজ শেষ হয়ে আছে। সিনেমা দুটি হচ্ছে ‘কাসার থালায় রূপালী চাঁদ’ ও ‘পরাণ পাাখি’। রত্না বলেন, আমি সর্বশেষ জাতীয় বিশ^বিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করেছি। আমার ইচ্ছে আছে নিজেকে এখন এই বিষয়ের সঙ্গে সম্পৃক্ত থেকে ব্যস্ত রাখা।

এখন যেমন গল্প এবং চরিত্র ভালো লাগায় ‘রঙ্গের পাগল’ ধারাবাহিকটিতে অভিনয় করছি ঠিক তেমনি আরও ভালো গল্প পেলে অভিনয় করব। আর আজ আমার জন্মদিন। সবার কাছে দোয়া চাই স্বামী, সংসার, সন্তান নিয়ে যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। দেশের সব মানুষের কল্যাণ হোক-এই শুভ কামনা সব সময়। রাজধানীর খিলগাঁও উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এসএসসি, কবি নজরুল কলেজ থেকে মানবিক বিভাগ থেকে এইচএসসি সম্পন্ন করার পর রতœা

জগন্নাথ বিশ^বিদ্যালয় থেকে অনার্স ও ঢাকা বিশ^বিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন। রতœার বাবা এইচএম কবির ছিলেন একজন প্রকৌশলী এবং মা হুসনা কবির ছিলেন একজন সাংবাদিক। ‘কেন ভালোবাসলাম’ ছিল তার প্রথম সিনেমা। তবে কাজী হায়াতের ‘ইতিহাস’ সিনেমায় অভিনয় করে তিনি বেশি আলোচনায় আসেন। রতœা

অভিনীত দর্শকপ্রিয় সিনেমা হচ্ছে ‘মরণ নিয়ে খেলা’,‘পড়েনা চোখের পলক’,‘মন যেখানে হৃদয় সেখানে’,‘নষ্ট’,‘অঙ্ক’,‘মন নিয়ে লুকোচুরি’,‘সন্তান আমার অহংকার’,‘ধোকা’,‘সন্তানের মতো সন্তান’,‘টাইম মেশিন’ ইত্যাদি।

×