ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

রাজপথে জীবন দেয়া শিক্ষার্থীদের নিয়ে অপি করিমের ফেসবুক পোস্ট

প্রকাশিত: ১৪:৫৭, ১৭ জুলাই ২০২৪

রাজপথে জীবন দেয়া শিক্ষার্থীদের নিয়ে অপি করিমের ফেসবুক পোস্ট

অপি করিম

কোটা সংস্কারের এক দফা দাবিতে উত্তাল সারাদেশ। জীবন বাজি রেখে শিক্ষার্থীরা রাজপথে নেমেছেন নিজেদের অধিকার আদায় করতে। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিভিন্নভাবে প্রতিবাদ করছেন শোবিজ অঙ্গন থেকে মিডিয়ার অনেকেই। তারকাদের ফেসবুকের টাইমলাইন ভরে উঠেছে নানা প্রতিবাদের ভাষায়। জনপ্রিয় অভিনেত্রী অপি করিমও শোক জানিয়েছেন সংঘর্ষে যারা মারা যাওয়া শিক্ষার্থীদের নিয়ে।
 
অপি তার ক্যাপশনে লিখেছেন, ‘আমি সালাম, রফিক, জব্বারদের দেখি নি, তবে আসিফ, রাফি, আদনান, সাঈদ, ওয়াসিমদের দেখেছি।’
তিনি তার ক্যাপশন কালো রঙের ব্যানারে পোস্ট করে শোক জানিয়েছেন।

মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘আপনাকে এবং আপনার অভিনয় দেখে এমনিতেই মুগ্ধ হই। কারণ আমার প্রিয় অভিনেত্রী আপনি। আপনার আজকের সাহসী পোষ্টটি দেখে সত্যি-ই আপনার প্রতি শ্রদ্ধা আরো বহুগুণে বেড়ে গেলো। আপনার প্রতি দোয়া ও নিরন্তর শুভকামনা রইল।‘

অন্য একজন লিখেছেন, ‘স্যালুট জানাই আপনাকে আপু সময়োপযোগী সাহসী কথা বলার জন্য।’
 
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন মঙ্গলবার (১৬ জুলাই) থেকে বেশ সহিংস রূপ নেয়। বিভিন্ন স্থানে সংঘর্ষে ছয়জন মারা গেছেন। আহত হয়েছেন কয়েকশ আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মী। এ অবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় সারা দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

শহিদ

×