ঢাকা, বাংলাদেশ   রোববার ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১

নাট্যকার রতন সিদ্দিকীর একক বক্তৃতা

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৫, ৪ জুলাই ২০২৪

নাট্যকার রতন সিদ্দিকীর একক বক্তৃতা

রতন সিদ্দিকী

স্বনামধন্য এক নাট্যকার ও শিক্ষাবিদ অধ্যাপক ড. রতন সিদ্দিকী। সৃজনশীলতায় নিমগ্ন থেকে কেটে গেছে তার জীবনের চারটি দশক। লিখেছেন নাটক থেকে শুরু করে উপন্যাস, প্রবন্ধ, গল্প ও শিশুতোষ সাহিত্য। রয়েছে অসামান্য বাগ্মিতা ও পা-িত্যের খ্যাতি। এই কীর্তিমানকে নিয়ে লেকচার ওয়ার্কশপের আয়োজন করেছে থিয়েটার পত্রিকা মঞ্চকথা। ‘বাঙালি সংস্কৃতির সহজিয়া উত্তরাধিকার’ বিষয়ে একক বক্তৃতা করবেন রতন সিদ্দিকী।

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় শিল্পকলা একাডেমির নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে বক্তৃতাধর্মী এই কর্মশালা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে রতন সিদ্দিকী বলেন, দর্শনীর বিনিময়ে মানুষ শুনতে বক্তৃতা শুনতে এসেছেÑ এ সংবাদটি আমাকে ভীষণভাবে আলোড়িত করেছে। মানুষ কথা শুনছে। মানুষ বাঙালি সংস্কৃতির সহজিয়া দর্শনকে নিয়ে চিন্তা করছে এটি আমাকে প্রাণিত করেছে। আমি আশাবাদী। আমি স্বপ্ন  দেখছি বাঙালি জীবনের রূপান্তরের। জয় হোক মানুষের।

×