ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিশেষ উদ্যোগ: সবার জন্য উন্মুক্ত ১০টি ফ্রি অনলাইন কোর্স

প্রকাশিত: ০২:৫২, ২৮ এপ্রিল ২০২৫; আপডেট: ০৩:৩৬, ২৮ এপ্রিল ২০২৫

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিশেষ উদ্যোগ: সবার জন্য উন্মুক্ত ১০টি ফ্রি অনলাইন কোর্স

ছবি: প্রতীকী

বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড ইউনিভার্সিটি এবার সবার জন্য দারুণ সুযোগ এনেছে অনলাইনে বিনামূল্যে ১০টি কোর্স চালু করেছে বিশ্ববিদ্যালয়টি। ইন্টারনেট সংযোগ থাকলেই বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যে কেউ কোর্সগুলোতে অংশ নিতে পারবেন, তাও কোনো ধরনের খরচ ছাড়াই।

কোর্সের তালিকায় রয়েছে কম্পিউটার সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিওগেম তৈরি, সাইবার নিরাপত্তা, ডেটা সায়েন্সসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানো ও নতুন কিছু শেখার জন্য এগুলো হতে পারে দুর্দান্ত সুযোগ।

হার্ভার্ডের ঘোষিত ১০টি ফ্রি কোর্সের মধ্যে আছে:

১। কম্পিউটার সায়েন্সের পরিচিতি (কোর্সের মেয়াদ ১২ সপ্তাহ)

বিস্তারিত জানতে: Introduction to Computer Science

২। পাইথন দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তায় হাতেখড়ি (৭ সপ্তাহ)

বিস্তারিত জানতে: Introduction to AI with Python

৩। ওয়েব প্রোগ্রামিং (পাইথন ও জাভাস্ক্রিপ্টের মাধ্যমে)

বিস্তারিত জানতে: Web Programming with Python and JavaScript

৪। প্রযুক্তি বোঝার সহজপাঠ (৬ সপ্তাহ)

বিস্তারিত জানতে: Understanding Technology

৫। গেম ডেভেলপমেন্ট (১২ সপ্তাহ)

বিস্তারিত জানতে: Introduction to Game Development

৬। সাইবার নিরাপত্তার মূল ধারণা (৫ সপ্তাহ)

বিস্তারিত জানতে: Introduction to Cybersecurity

৭। ডেটা সায়েন্স ও মেশিন লার্নিংয়ের বাস্তব প্রয়োগ

বিস্তারিত জানতে: Data Science: Machine Learning

৮। ডেটা প্রজেক্টের জন্য প্রয়োজনীয় টুলস শেখা (৮ সপ্তাহ)

বিস্তারিত জানতে: Data Science: Productivity Tools

৯। লিডারশিপ এবং শিক্ষার ভবিষ্যৎ (১০ সপ্তাহ)

বিস্তারিত জানতে: Leaders of Learning

১০। পাইথন দিয়ে ডেটা সায়েন্সে হাতেখড়ি

বিস্তারিত জানতে: Introduction to Data Science with Python

প্রতিটি কোর্সে রয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার সুযোগ, পাশাপাশি কিছু কোর্সে প্র্যাকটিক্যাল প্রজেক্টও রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আজকের প্রযুক্তিনির্ভর দুনিয়ায় সাফল্য পেতে দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। আর এই কোর্সগুলো সেই লক্ষ্যেই সাজানো হয়েছে।

বিশেষভাবে উল্লেখ্য, কোর্সে অংশ নিতে কোনো টাকার প্রয়োজন নেই। শুধুমাত্র অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ের পাঠ গ্রহণের সুযোগ মিলবে।

 

সূত্র: https://www.globalsouthopportunities.com/2025/04/19/harvard-university-2/

রাকিব

×